কলকাতা, 8 ডিসেম্বর : কলকাতায় পৌরভোটের দামামা বেজে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই শাসক-বিরোধী অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ এবার কার্যত হাতে বল তুলে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে শাসক শিবির এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কয়েকটি বাউন্সার ছুঁড়ে দেন তিনি ৷ এমনকি তিনি এও বলেন, রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে আবেদন করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে (Suvendu Adhikari says he will appeal to Governor and president to take step against Mamata Banerjee)।
এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই মমতাকে একহাত নিয়ে তিনি বলেন, "ভবানীপুরে উপনির্বাচনে ভবানীপুরের অনেক বাসিন্দা ভোট দিতে আসেননি। কারণ কালিঘাট থানার আইসি-র নেতৃত্বে এলাকায় এলাকায় গিয়ে হুমকি দেওয়া হয়েছিল। এই ফর্মুলায় ভবানীপুরে ভোট হয়েছে। রাজ্যে আধাসামরিক বাহিনী ছাড়া পৌরসভা ভোট সম্ভব নয়।" একইসঙ্গে তাঁর অভিযোগ, "ভবানীপুরে উপ নির্বাচনে দক্ষিণ 24 পরাগনা থেকে বহু ভুয়ো ভোটার নিয়ে এসে এই ভোট করানো হয়েছিল।" কলকাতা পৌরনিগম ভোটে 8 লক্ষ নাগরিকের বাড়িতে সংকল্প পত্র পৌঁছে দেবে বিজেপি। স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষার বিষয়টা বিজেপি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শুভেন্দু ৷