কলকাতা, 3 মার্চ: সাগরদিঘি-ত্রিপুরায় ভোটে হারের দিন তৃণমূল নেতৃত্বকে আরও অস্বস্তিতে ফেললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ উত্তর-পূর্বের বিধানসভা নির্বাচনে যে ভাবে প্রচারে নেমেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অর্থে চমক লাগানো ফল মেলেনি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ ত্রিপুরা ও মেঘালয়ে 2018 সালের বিধানসভা নির্বাচনে যথাক্রমে 24টি এবং 8টি করে আসনে প্রার্থী দিয়েছিল ঘাসফুল ৷ সেবার দুই রাজ্য থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল ৷ এবার মেঘালয়ে 5টি আসন পেয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু ত্রিপুরা হতাশ করেছে ৷ এর সঙ্গে রাজ্যে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোটের কাছে হেরেছে তারা ৷
একাধিক হারের সুযোগকে কাজে লাগালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘাসফুলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার যুক্তি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ৷ তাতে তিনি এই দাবির কারণগুলি ব্যাখ্যা করেছেন ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমারের কাছে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অনুরোধ, তৃণমূল জাতীয় দলের যোগ্যতা অর্জন করতে পারেনি ৷ তৃণমূল শুধুমাত্র একটি দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল ৷