বালাসোর, 4 জুন: শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে বহু নেতা-মন্ত্রী পৌঁছে গিয়েছেন ৷ রেলমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখে করে সেখান থেকে ফের একবার বাংলার সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন ৷
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রবিবার বালাসোরের হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷ সেখানে তাঁদের স্বাস্থ্যের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানা গিয়েছে ৷ পরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার তীব্র নিন্দাও করেন ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর গলায় শোনা গিয়েছে, ওড়িশার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসাও ৷ পাশাপাশি এদিন বালাসোর এবং বাহানাগা এলাকার স্থানীয় লোকজন যেভাবে দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজে ঝাপিয়ে পড়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সেখানে দাঁড়িয়েই এদিন রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী জানান, এমন পরিস্থিতিতে কোনও দলের রাজনীতি করা বা অভিযোগ করা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন, যে দুর্ঘটনাটি রেলের সচেতনতার অভাবে ঘটেছে, এবং দুর্ঘটনার পিছনে কারও হাত আছে বলে সন্দেহ প্রকাশ করেছেন, তা হাস্যকর বিষয় ৷