নয়াদিল্লি, 8 ডিসেম্বর: গুজরাতে বিজেপির জয়- এই ফলাফল নিশ্চিত ধরে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক একটি টুইটে লেখেন, "গুজরাতে ইতিহাস গড়তে চলেছে বিজেপি ৷ তাই প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদিকে হার্দিক শুভেচ্ছা ৷ শ্রী অমিত শাহ, শ্রী জেপি নাড্ডা, শ্রীভূপেন্দ্র প্যাটেলকেও গেরুয়া শুভেচ্ছা ৷ পরপর 7 বার বিধানসভা নির্বাচনে জিতছে বিজেপি ৷ পদ্মফুল ফুটবে ৷"
1 ও 5 ডিসেম্বর দু'দফায় ভোট হয় গুজরাতে ৷ 1998 থেকে একটানা বিজেপি শাসন কায়েম রয়েছে সৌরাষ্ট্রে ৷ 2002 সালে 182টি আসনের গুজরাত বিধানসভায় 127টিতে জয়ী হয়েছিল বিজেপি ৷ এবার বুথ ফেরত সমীক্ষা বলেছিল, মোদির দল 117 থেকে 151টি আসন পেতে চলেছে ৷ যদি তা মিলে যায়, তাহলে নিজের রেকর্ড নিজেই ভাঙবে বিজেপি ৷ 1985 সালে মাধনসিং সোলাঙ্কির নেতৃত্বে 149টি আসনে জয়ী হয়ে রেকর্ড গড়েছিল কংগ্রেস ৷ 2022 সালের লোকসভা নির্বাচনে সেই রেকর্ডও ভাঙতে পারে বিজেপি ৷ সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ দুপুর দেড়টা অবধি ফলাফল তাই বলছে ৷