নয়া দিল্লি, 1 জুলাই : ভ্যাকসিন বণ্টন নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনকে নালিশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, 21 জুন থেকে গোটা ভারতে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে । কো-উইন অ্যাপের মাধ্যমে নথিভুক্তকরণের পদ্ধতি । সেখানে পশ্চিমবঙ্গ সরকার 'বেনভ্যাক্স' নামের একটি আলাদা অ্যাপ চালু করেছে ।
জানা গিয়েছে, শুভেন্দু আরও অভিযোগ করেছেন, যেখানে রাজ্যের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা, সেখানে বেসরকারি সংস্থার সঙ্গে রাজ্য একটি চুক্তি করেছে । বেসরকারি সংস্থা 525 টাকার বিনিময়ে ভ্যাকসিন দিচ্ছে ৷ সেক্ষেত্রে তাদের 315 টাকা করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে । যা বেআইনি ।