সোলান (হিমাচল প্রদেশ),1 নভেম্বর: হাল আমলের আইফোনের কভার মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু ক্রেতার কাছে তা পৌঁছে দিতে হিমশিম খেতে হল ডেলিভারি বয়কে। ঠিকানা অনুসারে কভারটি যাওয়ার কথা স্থানীয় পাকিস্তান কলোনিতে। গত সোমবার হিমাচল প্রদেশের সোলানের বাড্ডি এলাকার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে ফেলেও মিলল না পাকিস্তান কলোনির হদিশ। স্থানীয়দের প্রশ্ন করেও হল না কাজের কাজ। দায়িত্ব পালনে ব্যর্থ ডেলিভারি বয় নিজের দফতরে ফিরলেন একরাশ হতাশা আর কর্তৃপক্ষের গঞ্জনা শোনার আশঙ্কা নিয়ে।
তবে ক্রেতার কাছে না পৌঁছনো এই পার্সেল পুলিশ-প্রশাসনের মধ্যে আরও অনেক বেশি ত্রাসের সঞ্চার করেছে। সরকারি তথ্য অনুসারে যে জনপদের কোনও অস্বস্তি নেই সেখান থেকে কেউ কোনও জিনিসের অর্ডার করে কী করে দিল? এই প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে। তবে কে অর্ডার দিয়েছেন তা জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে। এত জায়গা থাকতে ঠিকানায় পাকিস্তান কলোনি তিনি কেন লিখলেন তা বোঝার চেষ্টা চলছে পুরোদমে।