নয়াদিল্লি, 12 জুলাই : মার্কিন মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার অবশেষে নতিস্বীকার করেছে ভারতের নতুন তথ্য ও প্রযুক্তি বিধির কাছে । নিয়োগ করা হয়েছে অভিযোগগ্রহণকারী আধিকারিক । এবার নতুন তথ্য ও প্রযুক্তি বিধি মেনে নতুন অভিযোগের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা করল টুইটার ।
রিপোর্টে দেখা যাচ্ছে, শিশুদের যৌন হেনস্থা এবং অশ্লীলতা -- এই দুই ধরনের অভিযোগের ভিত্তিতে এবং সন্ত্রাসের উসকানি দেওয়ার অভিযোগ 22 হাজার 564 টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার । এছাড়া হেনস্থা ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আরও 133 টি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ।