নয়াদিল্লি, 29 জুলাই: গান্ধিমূর্তির পাদদেশ থেকে সংসদের প্রবেশপথ ৷ 50 ঘণ্টার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া 23 জন রাজ্যসভার সাংসদ এবং 4 জন লোকসভার সাংসদ ৷ চলতি বাদল অধিবেশনে তাঁদের সাসপেন্ড করা হয়েছে ৷ 4 জন লোকসভা সাংসদ গোটা অধিবেশন থেকেই বাদ ৷ বাকিদের সময়সীমা 1 সপ্তাহ (Suspended 27 MPs spent night at entrance of the Parliament for its 50 hour protest) ৷ এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, সাসপেন্ড হওয়া সাংসদরা যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হতে পারে ৷ তবে সাংসদরা সাফ জানিয়েছেন তাঁরা ক্ষমা চাইবেন না ৷
বুধবার প্রথমে 5 জন সাংসদ ধরনায় বসার কথা ঘোষণা করেছিলেন ৷ পরে আরও সাসপেন্ড হওয়া সাংসদেরা তাঁদের সঙ্গে যোগ দেন ৷ বিক্ষোভের প্রথম রাতটা খোলা আকাশের নীচেই কাটিয়েছেন মোদি-বিরোধী সদস্যরা ৷ আরও বহু সমব্যথী সাংসদের হাত ধরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷
29 জুলাই, তখন ঘড়ির কাঁটায় রাত 1টা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Trinamool MP Derek O'Brien) একটি টুইট করে সাংসদদের রাত কাটানোর ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ মৌসম নূর, সুস্মিতা দেব বসে রয়েছেন ৷ আরও কয়েকজন সাংসদ গেটের কাছে আলোর নীচে মশারি খাটিয়ে শুয়ে পড়েছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন ৷ রাজ্যসভার সাংসদ ব্রায়েন টুইট করে আর্জি জানান, "আপডেট ৷ এখন সকাল 1টা, 29 জুলাই ৷ সংসদের ধরনাস্থলের ছবি ৷ 50 ঘণ্টার লাগাতার ধরনা চলছে ৷ আরও 12 ঘণ্টা বাকি আছে ৷ 27 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হোক, যাঁরা মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷"