পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দূতাবাসের অদূরে বিস্ফোরণ! ভারতে থাকা ইজরায়েলি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জেরুজালেমের - ইজরায়েলের দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ

মঙ্গলবার দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়। তাতে কেউ আহত না হলেও ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত আছে বলে মনে করে জেরুজালেম। আর তার জেরেই ভারত সফরে যাওয়া নাগরিকদের জন্য জারি হল বিশেষ সতর্কবার্তা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 8:28 AM IST

Updated : Dec 27, 2023, 9:23 AM IST

জেরুজালেম, 24 ডিসেম্বর: ভারতে যাওয়া পর্যটক ও অন্যদের জন্য বিশেষ সতর্কতা জারি কর ইজরায়েল। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে মঙ্গলবার বিকেলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেটিকে জঙ্গি হানা বলেই সন্দেহ করছে ইজরায়েল। আর তার জেরেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। জারি হওয়া নির্দেশিকায় ইজরায়েলের নাগরিকদের ভিড় আছে এমন জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি, রেস্তোরাঁ থেকে শুরু করে শপিংমল এবং সিনেমা হলের মতো জায়গায় গেলে সতর্ক থাকতে বলা হয়েছে।

দিল্লির চাণক্যপুরী এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস আছে। তার জেরে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। এখানেই ইজরায়েলের দূতাবাস। তার কাছে মঙ্গলবার বিকেল 5টা 48 মিনিট নাগাদ একটি লঘুমাত্রার বিস্ফোরণ হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে বিষয়টিকে সহজে নিচ্ছে না ইজরায়েল। তাদের অনুমান, এই হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের সরাসরি হাত আছে। আর তাই এই ইজরায়েলের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ইজরায়েলের দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ হয়। দিল্লি পুলিশ-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী হামলার তদন্ত করছে।"

জেরুজালেমের তরফে জারি হওয়া বিস্তারিত পূর্বাভাসে আরও কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপাতত প্রকাশ্যে ইজরায়েলের প্রতীক ব্যবহার করার দরকার নেই। তাছাড়া নিরাপত্তা নিয়ে সামান্য প্রশ্নও আছে এমন কোনও অনুষ্ঠানে না-যাওয়াই ভালো বলে মনে করে ইজরায়েল। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কারও সঙ্গে বিতণ্ডায় না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে কোথাও বেড়াতে বা কাজে গেলে সেই সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় না জানাতেও বলা হয়েছে।

আরও পড়ুন:

  1. রাষ্ট্রসংঘে ইজরায়েল-হামাসের মধ্যে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব ! পক্ষে ভোট ভারতের
  2. ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল
Last Updated : Dec 27, 2023, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details