পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Father Injures Newborn: 'সন্তান আমার মতো দেখতে নয়', স্ত্রী ব্যাভিচারী সন্দেহে 26 দিনের শিশুকে রক্তাক্ত করল বাবা ! - tamilnadu

স্ত্রী ব্যাভিচারী বলে সন্দেহ করে, 26 দিনের সন্তানকে ব্লেড দিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ মর্মান্তিক ঘটনা ঘটল তামিলনাড়ুর ভেলোরে ৷

Man Injures Newborn
Man Injures Newborn

By

Published : Jul 11, 2023, 6:56 PM IST

ভেলোর, 11 জুলাই:বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত স্ত্রী ! এমনই সন্দেহ করে 26 দিনের সন্তানের উপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ, ধারালো বস্তু নিয়ে আঘাত করায় আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একরত্তি শিশুটি ৷ জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নৌসেনায় কাজ করেন ৷ এই ঘটনার পর থেকেই তিনি পলাতক ৷ রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায় ৷

সূত্রের মতে, ভেলোর জেলার আনাইকাট্টু তালুকের দেবীচেত্তিকুপ্পাম গ্রামের অভিযুক্ত ব্যক্তি 2022 সালের সেপ্টেম্বরে বিয়ে করেন । এরপর তিনি যখন চেন্নাইতে কাজের জন্য চলে যান, তখন তাঁর 21 বছর বয়সি স্ত্রী ওই জেলারই রেত্তিউর গ্রামে তাঁর মায়ের সঙ্গে থাকতে শুরু করেন । কয়েকদিন আগে স্ত্রী একটি সন্তানের জন্ম দেন ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি রবিবার রেত্তিউরে তাঁর শাশুড়ির বাড়িতে ফেরেন । সন্তানকে দেখার পর তিনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ তোলেন এবং বলেন, "বাচ্চাটি দেখতে আমার মতো নয়"। শিশুটির প্রকৃত পিতা কে, তা স্ত্রীর কাছে জানতে চান অভিযুক্ত ৷ এরপরই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দম্পতি । ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি ব্লেড দিয়ে শিশুটির ঘাড় ও ডান হাতে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাযন বলে জানিয়েছে সূত্র ৷

আরও পড়ুন:মাদক খাইয়ে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ! অভিযুক্ত 3

শিশুটির মা এবং তাঁর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে আনাইকাট্টু সরকারি হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে আদুক্কামপারাই সরকারি হাসপাতালে রেফার করা হয় । বর্তমানে শিশুটি হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে । চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্যের উপর সর্বক্ষণ নজর রাখছেন ৷

আনাইকাট্টু পুলিশ এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে ৷ পলাতক অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details