নিজামাবাদ (তেলেঙ্গানা), 26 এপ্রিল : করোনা আক্রান্ত সন্দেহে বছর তিরিশের যুবককে ছুঁয়েও দেখল না কেউ ৷ সেই অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অশোক নামের ওই যুবক ৷ পরবর্তী সময়ে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার নিজামাবাদ জেলায় ৷
জানা গিয়েছে, রেনজাল জ়োনের বোরঘাম গ্রামের বাসিন্দা অশোক নামে ওই যুবকের বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল ৷ কোভিডের উপসর্গ থাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে মা ও ভাইয়ে সঙ্গে তিনি রেনজাল প্রাথমিক হাসপাতালে যান ৷ সেখানে তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে ৷ কিন্তু, তা সত্ত্বেও জ্বর না কমায়, রবিবার আবারও তাঁকে ওই স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দীর্ঘক্ষণ গাছের নিচে বসে থাকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷