শ্রীনগর, 7 মে : শনিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের আলি জান রোডে এক পুলিশ কর্মী গুলিবিদ্ধ হলেন সন্দেহভাজন জঙ্গিদের হাতে ৷ আহত কর্মীর নাম গোলাম হাসান (Suspected Militants Shot at Cop in Srinagar) ৷
এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গোলাম হাসান পুলিশ কন্ট্রোল রুম হেল্পলাইন 112-এ চালক হিসাবে কর্মরত ছিল ৷ তিনি আজ সকালে আলি জান রোডের আইওয়া ব্রিজের কাছে তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ।