পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীনগরে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলা , মৃত এক কনস্টেবল - bjp leader

শ্রীনগরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি জঙ্গিদের । হামলায় গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলের মৃত্যু । নিরাপত্তাবাহিনী দিয়ে এলাকা মুড়ে ফেলা হয়েছে ।

শ্রীনগরে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলা , মৃত এক কনস্টেবল
শ্রীনগরে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলা , মৃত এক কনস্টেবল

By

Published : Apr 1, 2021, 2:45 PM IST

শ্রীনগর , 1 এপ্রিল : শ্রীনগর শহরের কাছে আরিবাগ এলাকায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ল জঙ্গিরা । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক বিবৃতি দিয়ে এমনটাই জানান।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 11 টা নাগাদ বিজেপি নেতা আনোয়ার খানের বাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা । এই হামলায় গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল রামিজ রাজা । আহত অবস্থায় এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় । কিন্তু মাঝপথেই মৃত্যু হয় তাঁর । এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে । হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন :সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা, শহিদ জওয়ান

এই হামলা প্রসঙ্গে স্থানীয় বিজেপি জানিয়েছে ,"আমরা প্রবীণ নেতা আনোয়ার খানের উপর এই বর্বরোচিত হামলার নিন্দা করি । কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান । এখন তিনি নিরাপদে রয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details