নয়াদিল্লি, 2 অক্টোবর:দিল্লি পুলিশের জালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড তিন জঙ্গি ৷ দীর্ঘ অভিযানের পর সোমবার দিল্লি পুলিশ এই তিন সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের মধ্যে একজন হল শাহনওয়াজ ৷ সে পুনে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে দিল্লিতে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে ৷ তার মাথায় তিন লক্ষ টাকা পুরষ্কার ছিল ।
শাহনওয়াজ পেশায় একজন ইঞ্জিনিয়র ৷ তাকে রবিবার রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির একটি এলাকা থেকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এমনটাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ৷ শাহনওয়াজের কাছে কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে ৷ সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সন্দেহজনক অন্যান্য অপরাধমূলক উপাদানও উদ্ধার করা হয়েছে ৷ যেগুলি আইইডি তৈরির জন্য ব্যবহার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । আইএস মডিউলের সঙ্গে যুক্ত আরও চার থেকে পাঁচজনকেও আটক করা হয়েছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
দিল্লি পুলিশের মতে, মডিউলটি বিদেশী ভিত্তিক হ্যান্ডলারদের কাছ থেকে নির্দেশ নিয়ে উত্তর ভারতে সন্ত্রাসী ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল । পুলিশ জানিয়েছে, "আইইডি জালিয়াতির জন্য সন্দেহভাজন সামগ্রী-সহ অপরাধমূলক উপাদান ব্যবহার করা হয়েছে ৷ যেগুলি উদ্ধার করা হয়েছে । দিল্লি পুলিশের স্পেশাল সেল এনআইএর মোস্ট ওয়ান্টেড জঙ্গি শাহনওয়াজ ওরফে শফি উজ্জামাকে গ্রেফতার করেছে ৷ এনআইএ গ্রেফতার হওয়া জঙ্গি শাহনওয়াজের মাথায় 3 লক্ষ টাকা পুরস্কার রেখেছিল ৷ সে পুনে আইএসআইএস মামলায় পলাতক ছিল ৷"