কলকাতা, 10 জানুয়ারি: ধরা পড়ল আইএস জঙ্গি ৷ এবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে আব্দুল রাকিব কুরেশিকে ৷ তিনি আইএস মডিউলের মাথা বলে তদন্তে জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা । কলকাতা পুলিশের এসটিএফ-এর গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছেন বলে লালবাজার সূত্রের খবর । ইতিমধ্যে লালবাজারের বেশ কয়েকটি দল ভিন রাজ্যে গিয়ে তলাশি অভিযান চালাচ্ছে । সেই সূত্রেই গ্রেফতার করা হল এই সন্দেহভাজন জঙ্গিকে ।
Suspected IS Militant: সাদ্দামদের গুরু ? আইএস জঙ্গি সন্দেহে গ্রেফতার আব্দুল রাকিব কুরেশি - মধ্যপ্রদেশ থেকে জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার
ফের সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা (Suspected IS Militant Arrested) ৷ মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু করেছে ।
গোয়েন্দা সূত্র অনুযায়ী, সম্প্রতি হাওড়া থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মহম্মদ সাদ্দামের শিক্ষক বা গুরু হল এই কুরেশি ৷ তদন্তকারীদের হাতে আসা তথ্য বলছে, তাঁর হাত ধরেই সাদ্দাম আইএস-এ যোগ দেন । লালবাজারের গোয়েন্দারা জানাচ্ছেন, যে ধৃত সাদ্দামদের বড়সড় হামলার ছক ছিল ৷ সে কারণে অস্ত্র জোগাড়ও করছিলক তারা ৷ সোমবার এনআইএ-র একটি দল লালবাজারে যায় ৷ সেখানে এনআইএ এর দু'জন সদস্য ছিলেন ৷ জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম, সৈয়দদের জেরা করেন গোয়েন্দারা ৷
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে ধৃত সাদ্দাম-সইদের সঙ্গীদের খোঁজে ভিনরাজ্যে এসটিএফ