কলকাতা, 15 জুলাই: তাঁর মেয়ের সঙ্গে ললিত মোদির (Lalit Modi) আদৌ কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে কোনও ধারণাই নেই তাঁর ! শুক্রবার কলকাতার বাড়িতে বসে এমনটাই দাবি করলেন সুস্মিতা সেনের (Sushmita Sen) বাবা, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক সুবীর সেন (Shubeer Sen) ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকেই খবরের শিরোনামে রয়েছেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এবং প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী সুস্মিতা সেন ৷ ললিত নিজেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং শীঘ্রই তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৷
এই বিষয়ে সুস্মিতার বাবা সুবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না ৷ শুক্রবার সকালে মেয়ের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে ৷ কিন্তু, সে এই বিষয়ে আমাকে কিছুই বলেনি ৷ সংবাদমাধ্যমেই আমি ললিত মোদির টুইট দেখেছি ৷ কিন্তু, এর বেশি আমি কিছুই জানি না ৷ তাই আমার পক্ষে এ নিয়ে কোনও মন্তব্য করাও সম্ভব নয় ৷ "
আরও পড়ুন:Sushmita Sen-Lalit Modi Relationship: ললিত মোদির সঙ্গে সত্যিই কি সম্পর্কে ? নীরবতা ভাঙলেন সুস্মিতা