পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TMC MP Sushmita Dev: মেয়েদের বিয়ের বয়স নির্ধারণে সব মহিলা সাংসদদের মতামত নেওয়া হোক, চিঠি সুস্মিতার - মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত সংসদীয় কমিটিকে নিয়ে বিতর্ক, চিঠি সুস্মিতার

মেয়েদের বিয়ের বয়স বাড়ানো সংক্রান্ত বিল গিয়েছে শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে ৷ বিষয়টিতে সব মহিলা সাংসদদের মতামত নিতে চেয়ে কমিটির চেয়ারপার্সনকে চিঠি সুস্মিতা দেবের (Sushmita Dev writes letter to the chairperson of parliamentary standing committee)

TMC MP Sushmita Dev
মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত সংসদীয় কমিটিকে নিয়ে বিতর্ক, চিঠি সুস্মিতার

By

Published : Jan 3, 2022, 7:08 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 বছর করার প্রস্তাব খতিয়ে দেখার সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে একমাত্র মহিলা প্রতিনিধি নিয়ে প্রশ্ন উঠেছে আগেই (Parliamentary Committee to examine legal age of Marriage for Women) ৷ এবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কমিটির চেয়ারপার্সনকে চিঠি লিখলেন কমিটির একমাত্র মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব ৷

দেশে মেয়েদের বিয়ের বয়স 18 বছর থেকে বাড়িয়ে 21 বছর করার প্রস্তাব পাশ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভায় ৷ আলোচনার জন্য এই প্রস্তাবটি বর্তমানে পাঠানো হয়েছে শিক্ষা, মহিলা, শিশু, যুব ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে ৷ কিন্তু জানা গিয়েছে, মেয়েদের বিয়ে নিয়ে আলোচনা হবে যে কমিটিতে সেই কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা মাত্র 1 জন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ 31 জনের এই স্টান্ডিং কমিটিতে বাকি সব সদস্যই পুরুষ ৷ এই বিষয়টি নিয়েই এদিন কমিটির চেয়ারপার্সন বিনয় সহস্রবুদ্ধের কাছে চিঠি পাঠিয়েছেন সুস্মিতা ৷

মেয়েদের বিয়ের বয়স সংক্রান্ত সংসদীয় কমিটিকে নিয়ে বিতর্ক, চিঠি সুস্মিতার

আরও পড়ুন : মেয়েদের বিয়ের বয়স খতিয়ে দেখার প্যানেলে মহিলা সাংসদের সংখ্যা মাত্র এক

চিঠিতে সংসদীয় কার্যক্রমের নির্দিষ্ট ধারা উল্লেখ করে, সুস্মিতা অনুরোধ করেছেন, এই বিষয়ে অন্যান্য মহিলা সাংসদদেরও নিজেদের মত জানানোর সুযোগ দেওয়া হোক ৷ রাজ্যসভার 29 ও লোকসভার 81 জন মহিলা সদস্য যাতে কমিটির কাছে নিজেদের মত জানানোর সুযোগ পান সেই অনুরোধ করেছেন সুস্মিতা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details