নয়াদিল্লি, 26 অক্টোবর : রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হিসেবে শপথ নিলেন সুস্মিতা দেব (Sushmita Dev) ৷ পশ্চিমবঙ্গ থেকে তিনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন ৷ এর আগে তিনি লোকসভার (Loksabha) সাংসদ ছিলেন ৷ তবে কংগ্রেসের (Congress) প্রতিনিধি হিসেবে ৷
মঙ্গলবার সংসদে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্য়ান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু (Vice President M Venkaiah Naidu) ৷ তাঁর সঙ্গেই শপথ নেন পুদুচেরি থেকে নির্বাচিত বিজেপির এস সেলভাগণপতি (BJP MP S Selvaganapathy) ৷
আরও পড়ুন :Goa TMC : গোয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের
উত্তর-পূর্ব ভারতের প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা ৷ তিনি আগাগোড়া কংগ্রেসি রাজনীতি করেছেন ৷ অসমের শিলচর থেকে কংগ্রেসের বিধায়কও হয়েছেন ৷ আবার শিলচর থেকে কংগ্রেসের সাংসদও হন তিনি ৷ এছাড়া সামলেছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্বও ৷