নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : বিহারে মহাজোট (Bihar Mahagathbandhan) খুব শিগগিরই ভেঙে যাবে ৷ শনিবার এমনই দাবি করেছেন ওই রাজ্যের বিজেপি (BJP) নেতা সুশীল কুমার মোদি (Sushil Modi) ৷ শুক্রবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে সংযুক্ত জনতা দল বা জেডিইউ (JDU) ছেড়ে পাঁচজন বিধায়ক বিজেপিতে যোগদান করেছন ৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করেছে বিহার বিজেপির নেতা সুশীল কুমার মোদি ৷
তিনি বলেন, ‘‘মণিপুর পাঁচজন জেডিইউ বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন ৷ এর ফলে ওই রাজ্য জেডিইউ মুক্ত করা গিয়েছে ৷ খুব তাড়াতাড়ি আমরা বিহারে জেডিইউ ও আরজেডি জোট ভেঙে দেব ৷ এই রাজ্যকেও জেডিইউ মুক্ত করে দেব ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালে বিজেপির সঙ্গে জোট করেই বিহারে সরকার গড়েছিল জেডিইউ ৷ তাদের আসন সংখ্যা কম থাকা সত্ত্বেও নীতীশ কুমারকেই (Bihar CM Nitish Kumar) মুখ্যমন্ত্রীর আসনে রেখে দেওয়া হয়েছিল ৷ কিন্তু সম্প্রতি তিনি বিজেপির জোট ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ আবার আরজেডি (RJD) ও কংগ্রেসের (Congress) সঙ্গে মহাজোট তৈরি করে সরকার গড়েছেন ৷
2024 সালের লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে মুখ হওয়ার জন্যই বিজেপির সঙ্গে নীতীশ ছেড়েছেন বলে জেডিইউয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে ৷ সম্প্রতি পাটনায় জেডিইউয়ের দফতরের বাইরে ব্যানারও দেওয়া হয়েছে ৷ যেখানে কার্যত মোদিকেই চ্যালেঞ্জ জানিয়েছেন নীতীশ ৷