দিল্লি, 27 ফেব্রুয়ারি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব চলার মধ্যেই বদল হচ্ছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন সুশীল চন্দ্রা। গতকাল, শুক্রবার নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। 27 মার্চ থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচন শুরু হয়ে যাবে। নির্বাচন চলাকালীন আগামী 13 এপ্রিল ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় স্থলাভিসিক্ত হবেন সুশীল চন্দ্রা।
এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে হিংসা এড়ানোই প্রধান লক্ষ্য কমিশনের। সেই লক্ষ্যেই নির্বাচন পরিচালনা করতে নামছে কমিশন। গোটা দেশের নজর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। সেই লক্ষে কতটা সফল হবে কমিশন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 2 মে পর্যন্ত।