নয়াদিল্লি, 12 এপ্রিল : মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা হল সুশীল চন্দ্রকে ৷ মঙ্গলবার থেকে তিনি মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে চলেছেন ৷ 2022 সালের 14 মে পর্যন্ত তিনি মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন ৷
লোকসভা ভোটের এক সপ্তাহ আগে 2019 সালের ফেব্রুয়ারি মাসে সুশীল চন্দ্র নির্বাচন কমিশনার হন ৷ এরপর মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার পরিবর্তে তিনি মুখ্য নির্বাচন কমিশনারের পদে আগামিকাল থেকে দায়িত্বভার সামলাতে চলেছেন ৷ লোকসভা নির্বাচনের সময় তিনি উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরের দায়িত্ব সামলেছিলেন ৷ নির্বাচন কমিশনার হওয়ার আগে 63 বছরের সুশীল চন্দ্র প্রত্যক্ষ কর ব্যবস্থার কেন্দ্রীয় বোর্ডের চেয়ারম্যান ছিলেন ৷ নির্বাচন কমিশনে যোগদানের পর তিনি 10 রাজ্যের ভোট সামলেছেন ৷