মুম্বই, 26 ডিসেম্বর: প্রায় আড়াই বছর পর নতুন করে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হল ৷ মুম্বইয়ের জুহুর আরএন কুপার হাসপাতালের (RN Cooper hospital in Juhu) একজন কর্মচারীর দাবি, সুশান্তকে খুন করা হয়েছিল ৷ তিনি আত্মঘাতী হননি ৷ ওই হাসপাতালেই সুশান্তের ময়নাতদন্ত (Sushant Post Mortem) হয় ৷ রূপকুমার শাহ নামে ওই কর্মীর দাবি, সুশান্তকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ৷ হত্যার স্পষ্ট প্রমাণ ছিল ৷ তার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সেটা আড়াল করার চেষ্টা করেছে ৷
রূপকুমার দাবি করেছেন যে সুশান্তের ঘাড়ে থাকা দাগগুলিতে স্পষ্ট ছিল যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয় । তিনি বলেন, "কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাঁর ঘাড়ে যে দাগগুলি ছিল, তার ছবি আমার বক্তব্য প্রমাণ করতে পারে । পুলিশের কাছে এই ছবিগুলো আছে । আমরা হাসপাতালে সব মৃতদেহ সামলানোর কাজ করি ৷ আমরা তাঁর মৃতদেহও দেখেছি ৷" তিনি আরও দাবি করেছেন যে ওই অভিনেতা নিজের ভাঙা হাত-পা নিয়ে কখনও ঝুলে পড়ে আত্মহত্যা করতে পারে না ৷
রূপকুমারের আরও দাবি, "তাঁর (সুশান্তের) শরীর বিকৃত অবস্থায় ছিল । ভাঙা হাত ও পা দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখার কোনও উপায় নেই, এটা অসম্ভব । তাছাড়া, একজন ব্যক্তি যখন নিজেকে ঝুলিয়ে দেন, তখন ঘাড়ে যেমন দাগ পাওয়া যায়, তাঁর ক্ষেত্রে তা আলাদা ছিল ৷" একই সঙ্গে রূপকুমারের সংযোজন, তিনি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন ৷ তাই তিনি দেহটিকে কাছ থেকে দেখেছেন ।
রূপকুমারের বক্তব্য, "আমি সবাইকে ময়নাতদন্তের একটি ভিডিয়ো রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেননি । আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং খুব বেশি কিছু করতে পারিনি । আমি নভেম্বরে অবসর নিচ্ছি এবং তাই তার আগে কথা বলার সাহস জোগাড় করতে পারিনি ঊর্ধ্বতন আদেশের বিরুদ্ধে ।’’