পালি (রাজস্থান), 2 জানুয়ারি: বছরের দ্বিতীয় দিনেই দুর্ঘটনা । রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express) । সোমবার ভোররাতে রাজস্থানের পালির কাছে বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয় (Suryanagari Express derailed near Rajasthans Pali) । এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । তবে, ঘটনার পরেই একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোররাতে ওই দুর্ঘটনায় ট্রেনের 11টি বগি লাইনচ্যূত হয় । তার মধ্যে 8টি স্লিপার ক্লাসের বগি । আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে । কারণ এখনও পর্যন্ত অজানা । তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কী কারণে সূর্যনগরী এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ল ।
উত্তর পশ্চিম রেলওয়ের সিপিআরও সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যোধপুর বিভাগের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনের মধ্যে ট্রেনটি আজ সকাল 3.27 টায় লাইনচ্যূত হয়েছে । এক যাত্রী বলেন, “মারওয়ার জংশন থেকে ছাড়ার 5 মিনিটের মধ্যে ট্রেনের ভিতরে একটি কম্পনের শব্দ শোনা গিয়েছিল । 2-3 মিনিট পর ট্রেনটি থামে । নিচে নেমে দেখি যে অন্তত 8টি স্লিপার ক্লাস কোচ ট্র্যাকের বাইরে । 15-20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় । যোধপুর থেকে উদ্ধারকারী ট্রেনও এসেছে (Suryanagari Express Derailed near Rajasthan) ।"