শিলিগুড়ি, 11 ডিসেম্বর : ফের জিটিএ নিয়ে সুর চড়ালেন সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra criticizes GTA election) ৷ শনিবার শিলিগুড়িতে সিপিআইএমের রাজ্য সম্পাদক বলেন, "জিটিএ পাহাড়ের সমস্যার সমাধান নয় ৷ জিটিএ-কে সাংবিধানিক রক্ষাকবচ দেওয়া যায় না । সেটা অসাংবিধানিক । আমরা চাই, রাজ্যের মধ্যে সর্বোচ্চ সম্ভব স্বায়ত্তশাসিত অঞ্চল হোক । কিন্তু জিটিএ নির্বাচন দিয়ে কিছু হবে না ।"
পাশাপাশি পুর ও মহকুমা পরিষদ নির্বাচন নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি । আজ থেকে শিলিগুড়িতে শুরু হল দার্জিলিং জেলা সিপিআইএমের জেলা সম্মেলন । ওই সম্মেলনে যোগ দিতে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড় সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন তিনি । পালটা সুর্যকান্ত মিশ্রকে এক হাত নেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ।
জিটিএ সমাধান নয় দাবি সূর্যকান্তর 27 ডিসেম্বর ফের পাহাড় সফর করার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । মূলত ওই সফরে জিটিএ নির্বাচন এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে পারেন তিনি । আর তার ঠিক আগে জিটিএ নিয়ে সুর চড়ালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ এদিন সেই বিষয়ে সুর্যকান্ত মিশ্র বলেন, "তিনি তো বারবারই ঘুরছেন । কিন্তু নির্বাচন হচ্ছে না । রাজ্যে পৌরসভা, মহকুমা পরিষদ নির্বাচন করছেন না । তৃণমূলের সময় একটাও নির্বাচন সময়মতো হয়নি । আমরা অবিলম্বে নির্বাচনের দাবি জানাচ্ছি । "
আরও পড়ুন :কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি সুজনের
এর পাল্টা গৌতম দেব বলেন, "সুর্যকান্ত মিশ্রের এখন কোনও প্রাসঙ্গিকতা নেই । তাঁদের একটা বিধায়ক, সাংসদ নেই । জনগণের দ্বারা তাঁরা পরিত্যক্ত । ঘোলা জলে মাছ ধরা ছাড়া তাঁদের কোনও কাজ নেই ।"