পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সার্জিকাল স্ট্রাইকের পর দেশবাসীর মনে বিশ্বাস জন্মেছে মোদি-সরকারের আমলে সুরক্ষিত সীমান্ত : শাহ - উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলা

কর্নাটকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের স্বাগত জানাতে গতকাল বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামার ঘটনার পর ভারতের সার্জিকাল স্ট্রাইকের কথা স্মরণ করেন তিনি । দাবি করেন, মানুষের বিশ্বাস বিজেপি সরকারের আমলে দেশের সীমানা সুরক্ষিত ।

Amit Shah
অমিত শাহ

By

Published : Jan 18, 2021, 7:56 AM IST

বেলগাভি, 18 জানুয়ারি : "উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের সার্জিকাল স্ট্রাইক মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে । তারা জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকারের আমলে সীমান্ত এলাকা সুরক্ষিত ।" কর্নাটকে বিজেপির জনসভায় যোগ দিয়ে এমনই দাবি করলেন অমিত শাহ ।

কর্নাটকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের স্বাগত জানাতে গতকাল বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামার ঘটনার পর ভারতের সার্জিকাল স্ট্রাইকের কথা স্মরণ করেন তিনি । বলেন, " প্রতিজ্ঞাবদ্ধ সরকার 2014 থেকে 2019 সালের মধ্যে কাশ্মীরের উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিয়েছিল । বিজেপি সরকার দু'বার পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করেছে এবং জঙ্গিদের খতম করেছে । আর এই সার্জিকাল স্ট্রাইকগুলি সাধারণ মানুষের মধ্যে আস্থা এনে দিয়েছে যে, প্রধানমন্ত্রীর বিজেপি সরকারের আমলে দেশের সীমানা সুরক্ষিত । "

আরও পড়ুন, বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে শিবসেনা, ঘোষণা রাউতের

অন্যদিকে, শনিবার দেশজুড়ে কোরোনা টিকাকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, "দু'টি ভ্যাকসিনই নিরাপদ এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details