মুম্বই, 14 মার্চ:আবারও ইতিহাস তৈরি করলেন সুরেখা যাদব (Surekha Yadav) ৷ তিনি এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট বা ট্রেনচালক (First Woman Loco Pilot of Asia) ৷ সেই তিনিই হলেন ভারতের প্রথম মহিলা লোকো পাইলট, যিনি অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন চালালেন ৷ মধ্য রেলের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে বন্দে ভারতের চালকের আসনে কর্তব্যরত সুরেখার ছবি ৷ মধ্য রেলের (Central Railways) পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালান তিনি ৷ মহারাষ্ট্রের সোলাপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যে পরিষেবা শুরু হয়েছে, সেই রুটেই চালকের ভূমিকায় রয়েছেন সুরেখা ৷
সুরেখা যাদব ভারত তথা এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট ৷ 1988 সাল থেকে ট্রেন চালানো শুরু করেন তিনি ৷ পশ্চিম মহারাষ্ট্রের সাতারা এলাকার একটি পরিবারে সুরেখার জন্ম ৷ নিজের কৃতিত্বের জন্য ইতিমধ্য়েই সুরেখা রাজ্য ও জাতীয়স্তরে বহু পুরস্কার পেয়েছেন ৷
বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুরেখা যাদব ৷ এই প্রসঙ্গে মধ্য রেলের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "অত্যাধুনিক এই ট্রেন চালানোর সুযোগ পেয়ে সুরেখা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ সোমবার একেবারে সঠিক সময়ে এই ট্রেন সোলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ট্রেনটি পৌঁছয় নির্ধারিত সময়ের 5 মিনিট আগে ৷"