সুরাত, 29 জুলাই: কুখ্যাত গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করল সুরাত ক্রাইম ব্রাঞ্চ ৷ তাঁরা শহরে 50টিরও বেশি চুরির ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে খবর ৷ দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ অভিযান চালিয়ে অবশেষে তাদের পাকড়াও করল ৷ এই চক্রের দুই সদস্য রাজ বাপু সিং পাওয়ার (24) এবং অবিনাশ সোলাঙ্কিকে (24) গ্রেফতার করা হয়েছে । এরা দু'জনেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে । তারা সুরাত রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টরের কাছে ফুটপাথে থাকছিল ৷ শনিবার পুলিশ তাদের গ্রেফতার করে ৷ একটি বাইক এবং চুরি করা সরঞ্জামও উদ্ধার করা হয়েছে দুই দুষ্কৃতীদের কাছে থেকে ।
রাতে ডাকাতি:পুলিশ অভিযুক্ত অবিনাশকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তার দল দীর্ঘদিন ধরে গুজরাত, গোয়া, মধ্যপ্রদেশ, কর্ণাটক, নয়ডা, দিল্লি ও হরিয়ানায় মতো বিভিন্ন জায়গায় রাস্তা আটকে গাড়ি চুরির ঘটনা ঘটিয়ে আসছে ৷ তারা সুরাত এবং আশেপাশের এলাকায় রাতে চুরি করত বলে অভিযুক্ত জানিয়েছে।
কীভাবে চুরি করত ? জানা গিয়েছে, ডাকাত দলের কিছু সদস্যরা বাড়িতে ঢুকে ডাকাতি করত । তখন অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে দাঁড়িয়ে নজরদারি করত ৷ এই চুরির সময় রাস্তার থাকা কুকুর ডেকে উঠলে দুষ্কৃতীদের দলটি কুকুরগুলিকে পাথর ছুড়ে মেরে ফেলত বলেও খবর । যাতে অভিযুক্তদের কেউ চিনতে না পারে বা সিসিটিভি ক্যামেরায় ধরা না-পড়ে তাই তারা স্যান্ডো গেঞ্জি এবং অন্তর্বাস পরে চুরি করত বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:নেশার ঘোর ! চোরের কথায় গাড়ি থেকে নেমে গেলেন মালিক
50টিরও বেশি চুরির ঘটনা: এ বিষয়ে সুরাতের পুলিশ কমিশনার অজয় তোমর জানিয়েছেন, কুখ্যাত গ্যাংয়ের দু'জনকে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে ৷ তারা এর আগে সুরাত শহরের সারথানা, খাটোদারা, উমরা, উত্তরান ইত্যাদি এলাকায় পাঁচটি চুরি করেছে । তবে তারা শুধু সুরাত নয়, বরং আনন্দ-সহ অন্যান্য রাজ্যেও চুরির ঘটনা ঘটাচ্ছিল। এখন পর্যন্ত তারা মোট 50টির বেশি চুরি করেছে । প্রায় 25 দিন আগে এই গ্যাংয়ের সদস্যরা শুভস্যার খাটোদরা এলাকায় চুরির চেষ্টা করেছিল বলে পুলিশ কমিশনার জানিয়েছেন ।