পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Surat court on Rahul Gandhi Plea: রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী 20 এপ্রিল নির্দেশ, জানাল সুরাতের আদালত - দুবছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধির

মানহানির মামলায় স্থগিতাদেশ চেয়ে সুরাতের সেশন কোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী 20 এপ্রিল এই নিয়ে নির্দেশ দেওয়া হবে ৷

Surat court on Rahul Gandhi Plea
Surat court on Rahul Gandhi Plea

By

Published : Apr 13, 2023, 6:16 PM IST

সুরাত (গুজরাত), 13 এপ্রিল: ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দু’বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেসের রাহুল গান্ধির ৷ সেই রায়ের বিরুদ্ধে সুরাতের সেশন কোর্টে আবেদন করেছেন তিনি ৷ বৃহস্পতিবার আদালত জানিয়েছে, আগামী 20 এপ্রিল এই নিয়ে নির্দেশ দেওয়া হবে ৷ ফলে রাহুলের কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হল কি না, তা জানতে আরও দিন সাতেক অপেক্ষা করতেই হবে ৷

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচন চলাকালীন কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি পদবি বিতর্কিত মন্তব্য করেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁর বিরুদ্ধে গুজরাতের সুরাত আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ গত 23 মে সেই মামলার রায় বের হয় ৷ আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় আদালত ৷

দু’বছরের কারাদণ্ড হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে বাতিল হয়ে যায় রাহুল গান্ধির সাংসদ পদ ৷ তাঁকে সাংসদ হিসেবে পাওয়া সরকারি বাংলোও ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়েছে সাম্প্রতিক সময়ে ৷ কংগ্রেসের দাবি, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে ৷ অন্যদিকে রাহুল গান্ধির দাবি, তিনি আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে ৷ আর বিজেপি বলছে, যা হয়েছে, আইন মেনেই হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাহুল গান্ধিকে শাস্তি দেওয়ার পরও একমাসের জন্য জামিন দিয়েছিল আদালত ৷ যাতে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারেন এই রায়ের বিরুদ্ধে ৷ সেই মতো সুরাতের সেশন কোর্টের দ্বারস্থ হন রাহুল ৷ বৃহস্পতিবার মামলার শুনানি হয়৷ সেখানেই আদালত জানিয়ে দেয় যে রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হবে কি না, তা নিয়ে আগামী 20 তারিখ নির্দেশ দেওয়া হবে ৷

ফলে সেদিন যদি আদালতের নির্দেশ রাহুলের পক্ষে যায়, তাহলে তিনি তাঁর সাংসদ পদও ফিরে পাবেন ৷ সম্প্রতি এক সাংসদের বিরুদ্ধে এমন ঘটনাই ঘটেছে ৷ কারাদণ্ড হওয়ায় তাঁরও সাংসদ পদ বাতিল হয়েছিল ৷ পরে উচ্চতর আদালত থেকে তিনি স্থগিতাদেশ পেয়ে যান ৷ তাই ফিরে পান সাংসদ পদ ৷

আরও পড়ুন:মোদি পদবি বিতর্কে ফের রাহুলকে সমন পটনার আদালতের, চলতি মাসেই হাজিরার নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details