পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Plea Dismissed: রেহাই পেলেন না রাহুল! সুরাতের আদালতে সাজা বহাল - Rahul Plea Dismissed

সাজা মকুবের আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধি ৷ আজ মোদি-পদবি বিতর্ক সংক্রান্ত সেই মামলার রায় ঘোষণা করল সুরাতের আদালত ৷ সাজা থেকে মুক্তি পেলেন না রাহুল ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি

By

Published : Apr 20, 2023, 11:25 AM IST

Updated : Apr 20, 2023, 1:15 PM IST

সুরাত, 20 এপ্রিল:কংগ্রেস নেতারাহুল গান্ধির সাজায় স্থগিতাদেশ দিল না আদালত ৷ 2019 সালে ওয়েনাড়ের তৎকালীন সাংসদ রাহুল গান্ধি মোদি-পদবি নিয়ে একটি মন্তব্য করেন ৷ তাকে ঘিরে বিতর্ক হয় এবং এর জল গড়ায় আদালত পর্যন্ত ৷ সেই মামলায় মার্চ মাসে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দোষী সাব্যস্ত করে গুজরাতের সুরাতে ম্যাজিস্ট্রেট আদালত ৷ 2 বছরের সাজা ঘোষণা করা হয় ৷ এর 24 ঘণ্টার মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁর সাংসদ পদ খারিজ করে দেন ৷ এরপর এই সাজায় স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধি সুরাতের সেশনস কোর্টে আপিল করেন ৷ আজ সেই মামলায় রায় ঘোষণা হল। তাতে রেহাই পেলেন না কংগ্রেস নেতা ৷ তাঁর সাজা বহাল রাখল সুরাতের আদালত ৷

2019 সালে মোদি-পদবি সংক্রান্ত মন্তব্যের বিরুদ্ধে সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ 23 মার্চ এই ফৌজদারি মানহানির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সাজা দেয় আদালত ৷ এরপর তিনি সুরাতের সেশনস কোর্টে সাজা মকুবের আবেদন জানান ৷ 3 এপ্রিল সুরাতের সেশনস কোর্ট রাহুল গান্ধির জামিন মঞ্জুর করে ৷ পাশাপাশি রাহুল গান্ধির সাজায় স্থগিতাদেশের আবেদন প্রসঙ্গে আদালত অভিযোগকারী বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি এবং রাজ্য সরকারকে নোটিশ পাঠায় ৷ দু'পক্ষের মতামত শোনে আদালত ৷ তারপর বৃহস্পতিবার রায় ঘোষণা হল ৷

রাহুল গান্ধির আইনজীবী সেশনস কোর্টে দু'টি আবেদন জানিয়েছিলেন ৷ একটি সাজার উপর স্থগিতাদেশের জন্য ৷ অন্যটিও ছিল সাজা সংক্রান্ত ৷ রাহুলের আবেদন ছিল, তাঁর সাজার উপর পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত তাঁকে যেন জেলে যেতে না-হয় ৷ রাহুল আদালতে জানিয়েছিলেন, ট্রায়াল কোর্টের রায় খারিজ করা না-হলে এবং তা বহাল থাকলে তাঁর মর্যাদার অপূরণীয় ক্ষতি হবে ৷ তাঁকে দোষী সাব্যস্ত করার ঘটনাকে তিনি 'ভ্রান্ত' বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা রাহুল ৷ পাশাপাশি তাঁর দাবি, তাঁকে জেনেশুনেই দু'বছরের সাজা দেওয়া হয়েছে, যাতে কংগ্রেস নেতা রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায় ৷ আর ট্রায়াল কোর্ট সংসদে তাঁর পদমর্যাদার বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল ৷ তবে শেষমেশ কোনও যুক্তিই ধোপে টিকল না। সাজার উপর স্থগিতাদেশ পেলেন না রাহুল । সবমিলিয়ে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার নিয়ে সংশয় রয়েই গেল ৷

পরে এ নিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেন পূর্ণেশ মোদির আইনজীবী হরশিত টোলিয়া । তিনি জানান, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এটি কোনও ব্যতিক্রমী ঘটনা নয় ৷ বিচারপতির আরও পর্যবেক্ষণ, মামলার পক্ষে যথেষ্ট যথার্থতা আছে ৷ শুধুমাত্র সাংসদ হওয়ার কারণে কারও দোষ খণ্ডন করা যায় না ৷ সুপ্রিম কোর্টে অভিযুক্তের বিরুদ্ধে পড়ে থাকা মামলাগুলির বিচারগুলিও ভালো করে দেখা হয়েছে ৷

আরও পড়ুন: মানহানির মামলায় দোষী রাহুল! সুরাতের আদালতে শুরু শুনানি

Last Updated : Apr 20, 2023, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details