সুরাত, 23 মার্চ: জামিন পেলেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতে জেলা দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে ৷ পরে তাঁর বিরুদ্ধে 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয় ৷ কিন্তু এদিনই জামিন পেয়ে যান লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তাঁকে ভারতীয় দণ্ডবিধির 504 ধারায় দোষী সাব্যস্ত করেন জেলা দায়রা বিচারক এইচএইচ বার্মা ৷ কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করলে এবং উসকানিমূলক মন্তব্যে শান্তি নষ্টের চেষ্টা করলে এই ধারা প্রযোজ্য ৷ রায় ঘোষণার সময় রাহুল আদালতেই উপস্থিত ছিলেন (Rahul Gandhi gets bail in a defamation case over Modi Surname in Surat Gujarat) ৷ কংগ্রেস সাংসদের আইনজীবী জানান, এর আগে আদালত তাঁকে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানানোর অনুমতি দিয়েছিল ৷ তা খারিজ করেছে সুরাতের এই আদালতটি ৷ 15 হাজার টাকা বন্ডের বিনিময়ে সুরাতের জেলা আদালত থেকে জামিন পান কংগ্রেস সাংসদ ৷
2019 সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তিনি তাঁর বক্তৃতায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির সম্পর্কে বলছিলেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, 'সব চোরেদের নামের পদবি মোদি হয় কী করে ?' মোদি পদবি ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদি রাহুলের 'মোদি-পদবি' নিয়ে সুরাত কোর্টে মানহানির মামলা করেন ৷ এদিকে রাহুল নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷ ভূপেন্দ্র প্যাটেল সরকারের প্রথম পাঁচ বছরের সময়কালে পুর্ণেশ মোদি মন্ত্রী ছিলেন ৷ 2023 সালের নির্বাচনে তিনি সুরাতের পশ্চিম বিধানসভা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ৷