সুরাত, 2 নভেম্বর:মোরবি বিপর্যয়ে মৃত্যু-মিছিল দেখেছে গুজরাত-সহ গোটা দেশ । মাচ্ছু নদীতে কেবল ব্রিজ ছিঁড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 136 জনের । বেসরকারি সূত্রে সংখ্যাটা আরও বেশি । পরিবার-পরিজনকে হারিয়ে রীতিমতো হাহাকার চলছে । তারমধ্যেই এগিয়ে এলেন মোদি-ঘনিষ্ঠ ব্যবসায়ী বসন্ত গজেরা (Vasant Gajera) । সুরাতের এই ব্যবসায়ী জানিয়ে দিলেন, মোরবি বিপর্যয়ে বাবা-মা হারা সন্তানদের দায়িত্ব নেবেন তিনি (Surat businessman will be the Guardian of Destitute Children) ।
বুধবার এক ভিডিয়ো বার্তায় তিনি জানান, মোরবি ব্রিজ ভাঙার ফলে যে শিশু বাবা-মা'কে হারিয়েছে তার সম্পূর্ণ দায়ভার তিনি নেবেন । তাঁর দাতব্য বাৎসল্য ধামের মাধ্যমে, এই শিশুরা শিক্ষা পাবে । বাৎসল্য ধামে তাদের বিনামূল্যে পড়ানো হবে । নিজেদের ভরণপোষণের জন্য প্রস্তুত না-হওয়া পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে কলেজের মাধ্যমে বাৎসল্য ধামে বিনামূল্যে শিক্ষা পাবে । বাৎসল্য ধামে এখন শিক্ষার্থীর সংখ্যা 700'রও বেশি । সম্প্রদায়, জাতি কিংবা বর্ণ, সমস্তকিছুরই অচলায়তন ভেঙেছে এই সংস্থা ।
আরও পড়ুন: মৃত্যুমিছিলে হাহাকার, মোরবি বিপর্যয়ের দায় 'ঈশ্বরে'র ঘাড়ে চাপালেন অভিযুক্ত সংস্থার ম্যানেজার
- বাৎসল্য ধাম (Vataslya Dham) কী ?