নয়াদিল্লি, 22 জুন : বোর্ডের পরীক্ষা বেশ কিছু রাজ্যে এবার হচ্ছে না ৷ এমনকী, কেন্দ্রীয় বোর্ডগুলিও পরীক্ষা বাতিল করে দিয়েছে ৷ এই পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিতে অনড় অন্ধ্রপ্রদেশ সরকার ৷ আর এই নিয়ে তারা সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল ৷
এদিন আদালতের তরফে ওই রাজ্যের সরকারকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয় ৷ জানানো হয়, যদি একটিও মৃত্যুর ঘটনা পরীক্ষা নিতে গিয়ে ঘটে, তাহলে অন্ধ্রপ্রদেশই দায়ী থাকবে ৷ সবকিছু অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দেওয়া উচিত নয় বলে জানিয়ে আদালত এদিন দক্ষিণ ভারতের ওই রাজ্যের সরকারকে ভর্ৎসনা করে ৷ একই সঙ্গে ওই রাজ্যকে বোর্ডের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দু’দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ৷
আরও পড়ুন :Corona in Bengal : সামান্য কমল সংক্রমণ, বাড়ল মৃত্যু
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ সরকার দ্বাদশের সঙ্গে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা নিতেও আগ্রহী ৷ আর এই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সেই মামলার শুনানিতে অন্য রাজ্যগুলি কী সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে, তাও খতিয়ে দেখা হয় ৷ তবে আদালতে অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মাহফুজ নাজকি জানান, করোনা পরিস্থিতি উন্নতির দিকে ৷ সেটা দেখেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷