নয়াদিল্লি, 22 মার্চ: বিলকিস বানো গণধর্ষণ মামলায় (Bilkis Bano Rape Case) 11 জন আসামির মুক্তির বিরুদ্ধে একটি আবেদনের শুনানির জন্য বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে ৷ 2002 সালে গুজরাত দাঙ্গার (2002 Gujrat Riots) সময় ওই গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ৷ ঘটনার দিন বিলকিসের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে খুন করা হয়েছিল ৷
বুধবার এই নিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিলকিসের আইনজীবী শোভা গুপ্তা ৷ এদিন তিনি বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পর্দিওয়ালাকে নিয়ে গঠিত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে এই নিয়ে জরুরি শুনানির আবেদন করেন ৷ প্রধান বিচারপতির বেঞ্চের তরফে এই নিয়ে একটি নতুন বেঞ্চ গঠন করা হবে আশ্বাস দেন ৷ প্রধান বিচারপতি বলেন, "আমি একটি বেঞ্চ গঠন করব । এর জন্য আমাদের দু’টি বেঞ্চ ভাঙতে হবে । আমরা সন্ধ্যায় বিষয়টি দেখব ।"