নয়াদিল্লি, 16 মার্চ : হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আবেদনকারী (Case Files in Supreme Court against Karnataka High Court Hijab Ban Verdict) ৷ বুধবার শীর্ষ আদালত জানিয়েছে যে দোলের ছুটির পর তারা এই মামলার শুনানির দিন স্থির করবে (Supreme Court to hear pleas against Karnataka HC verdict after Holi Vacation) ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনকারীদের আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান যে আদালত যেন আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে এই মামলার শুনানির বিষয়টি বিবেচনা করে ৷
শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ইউনিফর্ম পরতে হবে, অন্য কোনও ধরনের পোশাক পরা যাবে না, কর্নাটক সরকারের এই নির্দেশিকা ঘিরে গত কয়েকমাস ধরেই বিতর্ক চলছে ৷ সেখানকার উদীপির একটি কলেজে মুসলিম ছাত্রীরা হিজাব পড়ে আসায়, অন্যরাও ধর্মীয় পোশাক পরতে শুরু করেন ৷ এই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে কর্নাটক সরকার (Karnataka High Court Verdict on Hijab) ৷