নয়াদিল্লি, 1 অগস্ট : আগামী 5 অগস্ট, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে মামলার শুনানি ৷ ওইদিন সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য মামলাটি শোনা হবে ৷ প্রসঙ্গত, ইজরায়েলি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় ও বেসরকারি সংস্থার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ সেই অভিযোগেই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ৷ যে মামলাগুলি গ্রহণ করার পর অবশেষে আগামী বৃহস্পতিবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে শুনানি শুরু হতে চলেছে ৷
প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যারকে সাধারণত সন্ত্রাসবাদীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহারের জন্য তৈরি করেছিল ইজরায়েল ৷ কিন্তু, এই সফ্টওয়্যারটি ভারতের বড় বড় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের ফোনে আড়িপাতার কাছে কেন্দ্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ যা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷
আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক