নয়াদিল্লি, 15 নভেম্বর: আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রের দায়ের করা মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে । মামলা কলকাতায় রাখতে চেয়ে আবেদন জানিয়ে হাইকোর্টে জয় পেয়েছিলেন আলাপন । হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র । কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু এই মামলা সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাই সময় নিয়ে মামলার শুনানির আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা । তাতেই আগামী 22 নভেম্বর কেন্দ্রের আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দেয় বিচারপতি এএম খানউইলকর, সিটি রবিকুমারের ডিভিশন বেঞ্চ ।
আরও পড়ুন:Nandigram Election Case: নন্দীগ্রামের ফল পুনর্বিবেচনা মামলার শুনানি হাইকোর্টে
আলাপনের বিরুদ্ধে শুনানি দিল্লিতেই হওয়া উচিত বলে দাবি কেন্দ্রের । তাদের যুক্তি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি) সাফ জানিয়েছে, আলাপন-মামলা কলকাতায় সরিয়ে নিয়ে যাওয়া যাবে না । সিএটি-র সেই রায় খারিজ করে দেওয়ার এক্তিয়ারই নেই কলকাতা হাইকোর্টের । চার্জশিট যখন দিল্লি থেকে গিয়েছিল, দিল্লিতেই মামলার শুনানি হবে । সিএটি-র নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে হলেও, তা দিল্লি হাইকোর্টেই জানাতে হবে । কলকাতায় নয় । যদিও আলাপনের দাবি, মুখ্যসচিব হিসেবে তাঁর কর্মস্থল কলকাতাই ছিল । তিনি কলকাতাতেই থাকেন । তাই মামলার শুনানিও কলকাতাতেই হওয়া উচিত ।
আরও পড়ুন:Yogi Adityanath: আলেকজান্ডারকে যুদ্ধে হারিয়েছিলেন চন্দ্রগুপ্ত ! ইতিহাস বিকৃতির অভিযোগ যোগীর বিরুদ্ধে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের জন্য গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে পূর্ণ সময় থাকেননি বাংলার তৎকালীন মুখ্যসচিব আলাপন । সেই নিয়ে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে কেন্দ্র । দিল্লিতে তলব করা হয় তাঁকে । কিন্তু দিল্লি যাওয়ার পরিবর্তে বর্ধিত মেয়াদ ফুরনোর আগেই মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দেন আলাপন । তাতেই আইনি টানাপড়েন শুরু হয় দু’পক্ষের মধ্যে ৷ তাঁর অবসরকালীন সুযোগসুবিধা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন আলাপন ৷ বর্তমানে মমতার মুখ্য পরামর্শদাতা হিসেবে কর্মরত তিনি ৷