নয়াদিল্লি, 24 নভেম্বর: মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালা (SC on Polygamy-Nikah Halala) নিষিদ্ধ করার দাবিতে করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৷ এই আবেদনগুলির বিচারের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ (Constitution bench) গঠন করেছে শীর্ষ আদালত (Supreme Court)৷
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে যে, এই আবেদনগুলি বিচারের জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা হবে । আজ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ তিনি নিকাহ হালালা এবং বহুবিবাহ নিষিদ্ধ করার আবেদনের কথা উল্লেখ করে বলেন, এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত গুপ্ত, সূর্য কান্ত, এমএম সুন্দরেশ এবং সুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে ৷ কিন্তু বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হেমন্ত গুপ্ত অবসর নিয়েছেন ৷ ফলে এই সংক্রান্ত মামলার শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা প্রয়োজন ৷
মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণার দাবিতে করা আবেদনের শুনানি করছিল আদালত । 30 অগস্ট সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন (এনসিডব্লিউ)-কে এই জনস্বার্থ মামলার পার্টি করে তাঁদের থেকে প্রতিক্রিয়া জানতে চায় ৷