নয়াদিল্লি, 14 ডিসেম্বর: সংবিধানের 370 নম্বর ধারা বাতিল (Abrogation of Article 370) করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (Special Status to Jammu Kashmir) সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক আবেদন জমা পড়েছে ৷ সেই আবেদনের ভিত্তিতে শুনানি করা যায় কি না, তা বিবেচনা করে দেখবে শীর্ষ আদালত ৷ বুধবার সুপ্রিম কোর্টের তরফে এমনই জানানো হয়েছে ৷ এদিন শিক্ষাবিদ এবং লেখক রাধা কুমার এই আবেদনগুলির দ্রুত শুনানির আর্জি জানান ৷ তার প্রেক্ষিতেই এই কথা জানায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের ডিভিশন বেঞ্চ ৷ আদালত জানিয়েছে, বিষয়টি বিবেচনা করে একটি তারিখ দেওয়া হবে ৷
এর আগে গত 25 এপ্রিল ও 23 সেপ্টেম্বর, তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদনগুলিকে শুনানির তালিকায় রাখবে ৷ এই জন্য পাঁচ বিচারপতির একটি বেঞ্চও গঠন করা হয়েছিল ৷ কিন্তু সেই বেঞ্চ থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিচারপতি এনভি রামানা ও বিচারপতি আর সুভাষ রেড্ডি ৷ তাই সুপ্রিম কোর্ট একটি পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে ৷ এছাড়া ওই বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বি আর গাভাই এবং সূর্য কান্ত৷ গত 2 মার্চ 2020 ওই বেঞ্চ এই মামলাগুলিকে সাত বিচারপতিকে নিয়ে গঠিত কোনও বেঞ্চে পাঠানোর আবেদন খারিজ করে দিয়েছিল ৷