নয়াদিল্লি, 27 মার্চ: ভারত রাষ্ট্রীয় সমিতির নেত্রী কে কবিতার (BRS leader K Kavitha) তরফে করা আবেদন অন্য মামলাগুলির সঙ্গে জুড়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ কে কবিতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁকে আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) ইতিমধ্যে একবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED) ৷ ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমনও পাঠিয়েছে ৷
একজন মহিলা হিসেবে সেই সমনের বিরুদ্ধে ও গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কবিতা ৷ তাঁর সেই মামলাকেই সোমবার একই ধরনের অন্য মামলাগুলির সঙ্গে সংযুক্ত করে দিল শীর্ষ আদালত ৷ সমস্ত মামলাগুলির পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে হবে ৷ তখন মামলাগুলির শুনানি করা হবে সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চে ৷
এদিন সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী কপিল সিবল বেঞ্চকে জানিয়েছেন যে প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের তরফেও ইডির বিরুদ্ধে এমন একটি মামলা দায়ের করা হয় ৷ সেখানে মহিলা অভিযুক্তদের সমন সংক্রান্ত বিষয় রয়েছে ৷ সেই মামলা এখন বিচারাধীন শীর্ষ আদালতে ৷ প্রসঙ্গত, কবিতাও একই অভিযোগ তুলেছেন ইডির সমনের বিরুদ্ধে ৷
সলিসিটার জেনারেল তুষার মেহতা ও অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু জানান, নলিনী চিদম্বরমের পিটিশন দাখিল করার পরে তিন বিচারপতির বেঞ্চ আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের বিধানগুলিকে বহাল রেখে একটি রায় দেয় ৷ সেখানে অভিযুক্তকে তলবের বিষয়ে সমস্ত বিধানগুলিই বহাল রয়েছে ৷