পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Manipur Violence: মণিপুরের ডিজিপি'কে তলব সুপ্রিম কোর্টের, পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ - supreme court

মণিপুরে গত প্রায় 3 মাস ধরে চলা হিংসা ও অশান্তির ঘটনায় এবার সেরাজ্যের ডিজিপি'কে তলব করল সুপ্রিম কোর্ট ৷ পুলিশের ভূমিকাতেও ক্ষুব্ধ আদালত এদিন এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Aug 1, 2023, 5:19 PM IST

Updated : Aug 1, 2023, 6:00 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট:মণিপুরের অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের ৷ এবার সে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপিকে ডেকে পাঠাল শীর্ষ আদালত ৷ মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোমবার দুপুর 2টোয় তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এর আগেও মণিপুর সংক্রান্ত মামলায় কড়া মনোভাব দেখিয়েছেন বিচারপতিরা ৷

গত তিন মাস ধরে মণিপুরে যেভাবে হিংসা ছড়িয়েছে, যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে তাতে সে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোক্ষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, "এই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷"

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মণিপুর মামলার শুনানি চলছে ৷ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এদিন সুপ্রিম কোর্ট সে রাজ্যের পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, অত্যন্ত ধীর গতিতে তদন্ত হয়েছে ৷ প্রথমে কোনও গ্রেফতারি হয়নি ৷ নির্যাতিতাদের বয়ান অনেক পরে নেওয়া হয়েছে ৷ এই ঘটনাই প্রমাণ রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷ যদি পুলিশ এলাকায় গিয়ে তদন্ত না চালাতে পারে, তাতেও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির বিষয়টিই পরিষ্কার হয় ৷ পুলিশ কতদূর মণিপুরের বিভিন্ন ঘটনার তদন্ত করতে পারবে তা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেছে শীর্ষ আদালত ৷ প্রয়োজনে তদন্ত কমিটি গড়া বা অন্য কোনও সংস্থার হাতে তদন্তভার দেওয়ার ইঙ্গিতও এদিন দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ৷ "মণিপুরে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই ৷ পুলিশ আর তদন্ত করার মতো জায়গায় নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে ৷ এই যদি পরিস্থিতি হয়, তাহলে মানুষ কোথায় যাবে?" এদিন এই মন্তব্যও করেছেন দেশের প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন:নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, সরকার মণিপুরের মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত 11টি মামলা সিবিআই-এর হাতে তুলে দিয়েছে ৷ এর জবাবে সুপ্রিম কোর্টের প্রশ্ন, "যদি 50টি কেসও সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয় তাহলে বাকি 5 হাজার 500টি অভিযোগের তদন্তের কী হবে? মণিপুর পুলিশ তো তদন্ত করারই যোগ্য নয় ৷"

আরও পড়ুন: সিবিআইকে বয়ান রেকর্ডে নিষেধ, আজ মণিপুরের দুই নির্যাতিতার কথা শুনবে সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, মণিপুরের হিংসায় কমপক্ষে 150 জনের মৃত্যু হয়েছে গত 3 মাসে ৷ মোট 6 হাজার 500টি অভিযোগ দায়ের হয়েছে ৷ সুপ্রিম কোর্টও এদিন জানিয়েছে এই সবকটি অভিযোগের তদন্ত সিবিআই-এর পক্ষে করা সম্ভব নয় ৷ তাই বিকল্পের প্রয়োজন হতে পারে ৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছে, কবে কোন ঘটনা ঘটেছে, কবে প্রথম অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর কবে নেওয়া হয়েছে, কবে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে, কবে গ্রেফতারি হয়েছে এই সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে হবে ৷

Last Updated : Aug 1, 2023, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details