নয়াদিল্লি, 1 অগস্ট:মণিপুরের অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের ৷ এবার সে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপিকে ডেকে পাঠাল শীর্ষ আদালত ৷ মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোমবার দুপুর 2টোয় তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷ এর আগেও মণিপুর সংক্রান্ত মামলায় কড়া মনোভাব দেখিয়েছেন বিচারপতিরা ৷
গত তিন মাস ধরে মণিপুরে যেভাবে হিংসা ছড়িয়েছে, যেভাবে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে তাতে সে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোক্ষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, "এই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷"
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মণিপুর মামলার শুনানি চলছে ৷ মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় এদিন সুপ্রিম কোর্ট সে রাজ্যের পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, অত্যন্ত ধীর গতিতে তদন্ত হয়েছে ৷ প্রথমে কোনও গ্রেফতারি হয়নি ৷ নির্যাতিতাদের বয়ান অনেক পরে নেওয়া হয়েছে ৷ এই ঘটনাই প্রমাণ রাজ্যের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে ৷ যদি পুলিশ এলাকায় গিয়ে তদন্ত না চালাতে পারে, তাতেও রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির বিষয়টিই পরিষ্কার হয় ৷ পুলিশ কতদূর মণিপুরের বিভিন্ন ঘটনার তদন্ত করতে পারবে তা নিয়েও এদিন সংশয় প্রকাশ করেছে শীর্ষ আদালত ৷ প্রয়োজনে তদন্ত কমিটি গড়া বা অন্য কোনও সংস্থার হাতে তদন্তভার দেওয়ার ইঙ্গিতও এদিন দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট ৷ "মণিপুরে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই ৷ পুলিশ আর তদন্ত করার মতো জায়গায় নেই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে ৷ এই যদি পরিস্থিতি হয়, তাহলে মানুষ কোথায় যাবে?" এদিন এই মন্তব্যও করেছেন দেশের প্রধান বিচারপতি ৷