পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Stays Rahul Conviction: শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের - সুপ্রিম কোর্ট

Supreme Court stays Rahul Gandhi Conviction: রাহুল গান্ধিকে বিরাট স্বস্তি দিল সুপ্রিম কোর্ট ৷ নিম্ন আদালত তাঁকে যে শাস্তির নির্দেশ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত ৷

SC Stays Rahul Conviction
সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুলের

By

Published : Aug 4, 2023, 2:07 PM IST

Updated : Aug 4, 2023, 2:36 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি রাহুল গান্ধির ৷ 'মোদি পদবি' নিয়ে মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এই রায়ের ফলে সাংসদের মর্যাদাও ফিরে পেতে পারেন কংগ্রেসের প্রাক্তন প্রধান ৷

বেঞ্চ যা বলেছে: শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, পিএস নরসিমা ও সঞ্জয় কুমারের তিন বিচারপতির বেঞ্চ বলেছে, কোনও সন্দেহ নেই যে, মন্তব্যগুলি ভালো স্বাদের ছিল না এবং জনজীবনে উল্লেখযোগ্য একজন ব্যক্তি জনসাধারণের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন বলেই আশা করা হয় ।

তবে পাশাপাশি সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও বলে, "সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কোনও কারণ দেওয়া হয়নি বিচারকের তরফে, দোষী সাব্যস্ত করার আদেশটি চূড়ান্ত রায় পর্যন্ত স্থগিত করা দরকার ৷"

গুজরাত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ: গুজরাত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধি ৷ 'মোদি পদবি' নিয়ে মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে গুজরাত হাইকোর্টে আবেদন করেছিলেন রাহুল ৷ সেই আবেদন খারিজ করে দিয়েছিল গুজরাত হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

আরও পড়ুন:'ক্ষমা চাইব না', মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে নিজের অবস্থান জানালেন রাহুল

'মোদি পদবি' নিয়ে মন্তব্য: গুজরাতের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি 2019 সালে রাহুল গান্ধির বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন ৷ সে বছর 13 এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল বলেছিলেন, 'কীভাবে সব চোরদের পদবি মোদি ?' তাঁর এই মন্তব্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মানহানি করা হয়েছে বলে অভিযোগ এনে গুজরাতের আদালতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় ৷

উচ্ছ্বসিত কংগ্রেস: সুপ্রিম কোর্টের এই রায়ে উচ্ছ্বসিত কংগ্রেস ৷ টুইটে কংগ্রেস লিখেছে, "এটা ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয় । সত্যমেব জয়তে - জয় হিন্দ ৷"

Last Updated : Aug 4, 2023, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details