হায়দরাবাদ, 10 এপ্রিল: মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মালিকানাধীন সংবাদপত্র সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার । এই মর্মে অন্ধ্রের হাইকোর্টে মামলা দায়ের করেছিল আরেক তেলুগু দৈনিক এনাডু । হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এনাডু । সেই মামলার শুনানিতেই এবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ।
ঘটনাটি ঠিক কী ?
অন্ধ্রপ্রদেশ সরকার 2020 সালের সেপ্টেম্বরে সরকারি স্কিমগুলি প্রচার করতে এবং সরকারি সুযোগ-সুবিধা ঠিকমতো জনসাধারণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে । প্রতি 50টি পরিবারের জন্য একজন স্বেচ্ছাসেবকের হারে 2.56 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় । 2022 সালের জুন মাসে, অন্ধ্রপ্রদেশ সরকার একটি জি.ও (Government Order বা সরকারি নীতি) প্রণয়ন করে জানিয়ে দেয়, 2.56 লক্ষ গ্রাম/ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে 200 টাকা দেওয়া হবে । প্রতি মাসে তাঁদের সাম্মানিক 5000 টাকা ছাড়াও ওই টাকা দেওয়ার কারণ একটি দৈনিক প্রচারিত সংবাদপত্র কেনা । ওই বছরেরই ডিসেম্বরে আরেকটি অর্ডার জারি করে করা হয়েছিল, 1.45 লক্ষ গ্রাম/ওয়ার্ড কর্মীর প্রত্যেককে 200 টাকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছিল ।