নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: সহপাঠীকে দিয়ে সংখ্যালঘু ছাত্রকে চড় মারানোর ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট ৷ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার একটি বেসরকারি স্কুলে ওই ঘটনাটি ঘটে ৷ সেই নিয়ে পুলিশে অভিযোগ দায়েরও হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত কতদূর এগোল, সেটাই বুধবার সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে ৷
এ দিন শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হয় বিচারপতি অভয় এস ওকা এবং পঙ্কজ মিতালের বেঞ্চে ৷ আদালত, মুজফ্ফরনগরের পুলিশ সুপারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দেওয়া হয়েছে ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 25 সেপ্টেম্বর ৷
সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছেন তুষার গান্ধি ৷ তিনি মহাত্মা গান্ধির প্রপৌত্র৷ আবেদনে জানানো হয় যে আদালত স্বাধীন তদন্তের নির্দেশ দিক ৷ এর সময়সীমা বেঁধে দেওয়া হোক ৷ শিশুর মৌলিক অধিকারের বিষয়টিও তদন্তের ক্ষেত্রে আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত ৷ তাছাড়া দেখা উচিত এফআইআর-এ প্রয়োজনীয় ধারা দেওয়া হয়েছে কি না অভিযুক্তের বিরুদ্ধে ৷