পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভায়, নির্দেশ সুপ্রিম কোর্টের - জম্মু ও কাশ্মীর

Supreme Court Verdict on Article 370: জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিলে কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেখানকার বিধানসভায় ভোট করাতে হবে ৷ আর জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্য়ের মর্যাদাও দিতে হবে ৷

Supreme Court
Supreme Court

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 1:09 PM IST

Updated : Dec 11, 2023, 3:38 PM IST

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকে ভোট হয়নি জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৷ সেই ভোট আগামী 30 সেপ্টেম্বরের মধ্য়ে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

2019 সালের 5 অগস্ট সংসদে বিল পেশ করে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের অনুচ্ছেদ 370 অবলুপ্ত করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ সেই সময়ই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় ৷ লাদাখকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চলও করা হয় ৷ সোমবার সুপ্রিম কোর্টের রায়ে জম্মু ও কাশ্মীর আবার পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পেতে চলেছে ৷ পাশাপাশি সেখানে দশমাসের মধ্যে ভোটও হবে ৷

2019 সালে কেন্দ্রীয় সরকারের তরফে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর বিতর্ক হয় বিস্তর ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদনও জমা পড়ে ৷ চলতি বছর সেই আবেদনগুলিকে একত্র করে শুরু হয় শুনানি ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গভাই ও সূর্য কান্তের পাঁচ সদস্য়ের ডিভিশন বেঞ্চ 16 দিন ধরে শুনানি করে ৷

গত 5 সেপ্টেম্বর শুনানি শেষ হয় ৷ গত সপ্তাহে জানা যায় যে সুপ্রিম কোর্ট আজ সোমবার এই নিয়ে রায় দেবে ৷ সেই মতো এ দিন রায় দেয় শীর্ষ আদালত ৷ রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি জানান, জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতে সংযুক্তিকরণ কার্যকর হওয়া এবং 1949 সালের 25 নভেম্বর এই নিয়ে ঘোষণা হয়ে যাওয়ার পর সেখানে সার্বভৌমত্বের কোনও উপাদান নেই ৷ অন্যান্য রাজ্যগুলি যে সুযোগ-সুবিধা পায়, তার থেকে আলাদা কোনও সুবিধা পাওয়ার জন্য জম্মু ও কাশ্মীর রাজ্যের 'অভ্যন্তরীণ সার্বভৌমত্ব' নেই ৷ অনুচ্ছেদ 370 অপ্রতিসম ফেডারেলিজমের একটি বৈশিষ্ট্য এবং সার্বভৌমত্ব নয় ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “আমরা নির্দেশ দিচ্ছি যে ভারতের নির্বাচন কমিশন 30 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে পুনর্গঠন আইনের 14 ধারার অধীনে গঠিত জম্মু ও কাশ্মীরের বিধানসভার নির্বাচন পরিচালনার জন্য পদক্ষেপ করবে । রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে ৷"

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  3. 370 নিয়ে সুপ্রিম রায়কে স্বাগত কাশ্মীরী কংগ্রেস নেতার, দ্রুত রাজ্যের তকমা ফেরানোর আর্জি
Last Updated : Dec 11, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details