নয়াদিল্লি, 11 ডিসেম্বর: কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পর থেকে ভোট হয়নি জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৷ সেই ভোট আগামী 30 সেপ্টেম্বরের মধ্য়ে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই নিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকে ৷ পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷
2019 সালের 5 অগস্ট সংসদে বিল পেশ করে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের অনুচ্ছেদ 370 অবলুপ্ত করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ সেই সময়ই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় ৷ লাদাখকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চলও করা হয় ৷ সোমবার সুপ্রিম কোর্টের রায়ে জম্মু ও কাশ্মীর আবার পূর্ণরাজ্যের মর্যাদা ফিরে পেতে চলেছে ৷ পাশাপাশি সেখানে দশমাসের মধ্যে ভোটও হবে ৷
2019 সালে কেন্দ্রীয় সরকারের তরফে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেওয়ার পর বিতর্ক হয় বিস্তর ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদনও জমা পড়ে ৷ চলতি বছর সেই আবেদনগুলিকে একত্র করে শুরু হয় শুনানি ৷ দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গভাই ও সূর্য কান্তের পাঁচ সদস্য়ের ডিভিশন বেঞ্চ 16 দিন ধরে শুনানি করে ৷