পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Polygamy-Nikah Halala: বহুবিবাহ, নিকাহ হালালা নিয়ে একের পর এক মামলা, নতুন বেঞ্চ গড়ে শুনানি করবে সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

বহুবিবাহ এবং 'নিকাহ হালালা'র সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ করে একের পর এক মামলা রুজু সুপ্রিম কোর্টে ৷ সেইসব মামলার নিষ্পত্তি করতে নতুন সাংবিধানিক বেঞ্চ গঠন করবে শীর্ষ আদালত (Supreme Court on Polygamy and Nikah Halala) ৷

Supreme Court says it will set up Fresh Constitutional Bench to hear pleas against Polygamy and Nikah Halala
ফাইল ছবি

By

Published : Mar 23, 2023, 7:54 PM IST

নয়াদিল্লি, 23 মার্চ:ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রচলিত বহুবিবাহ এবং 'নিকাহ হালালা'র সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ জানিয়ে ইতিমধ্য়েই একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court on Polygamy and Nikah Halala) ৷ শীর্ষ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের মামলাগুলির নিষ্পত্তি করার জন্য সঠিক সময় পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ (Fresh Constitutional Bench) গঠন করা হবে ৷

এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত একটি জনস্বার্থ মামলা রুজু করেছেন আইনজীবী অশ্বিনী উপাধ্য়ায় ৷ এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সংশ্লিষ্ট মামলাগুলির কথা উল্লেখ করেন তিনি ৷ এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি পি এস নরোশিমা এবং বিচারপতি জে বি পর্দিওয়ালা ৷ মামলাগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অশ্বিনী ৷ তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, "সঠিক সময় এলে আমি এই বিষয়ে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করে দেব ৷"

এর আগে গত 30 অগস্ট এই সংক্রান্ত মামলায় একটি নোটিশ জারি করেছিল পাঁচ সদস্যের সংশ্লিষ্ট সাংবিধানিক বেঞ্চ ৷ সেই বেঞ্চে ছিলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি হেমন্ত গুপ্তা, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ৷ 30 অগস্টের সেই নোটিশে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় সংখ্য়ালঘু কমিশনকে সংশ্লিষ্ট মামলার 'পার্টি' করার নির্দেশ দেওয়া হয় ৷ একইসঙ্গে, গোটা ঘটনায় এই তিনপক্ষের মতামতও চাওয়া হয় ৷

আরও পড়ুন:স্ত্রীকে তিন তালাক দেওয়ায় অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার

বর্তমানে ওই পাঁচ বিচারপতির মধ্যে প্রথম দু'জন অবসর নিয়েছেন ৷ তাই, এই মামলায় নতুন করে সাংবিধানিক বেঞ্চ গঠন করা দরকার ৷ এদিন সেই বিষয়েই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অশ্বিনী উপাধ্যায় ৷ জবাবে তাঁকে আশ্বস্ত করেন প্রধান বিচারপতি ৷ অশ্বিনীর বক্তব্য, তিন তলাক, বহুবিবাহ এবং নিকাহ হালালা আদতে মুসলিম মহিলাদের পক্ষে অবমাননাকর এবং তা ভারতীয় সংবিধানের 14, 15 এবং 21 নম্বর ধারার পরিপন্থী ৷

ABOUT THE AUTHOR

...view details