পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 8, 2021, 1:58 PM IST

Updated : Nov 8, 2021, 2:28 PM IST

ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

সোমবার লখিমপুরে কৃষক মৃত্যু ও চার বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে ৷ সেখানেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷

supreme court says ex hc judge will monitor lakhimpur case probe till chargesheet is filed
Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে হবে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 8 নভেম্বর : লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) অস্বস্তিতে পড়তে হল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে (Uttar Pradesh Yogi Adityanath Government) ৷ ওই ঘটনায় যোগী সরকারের তদন্তে যে শীর্ষ আদালত খুশি নয়, সেটাও আজ স্পষ্ট করা হয়েছে ৷ তাই শীর্ষ আদালত জানিয়েছে, যতদিন না এই মামলার চার্জশিট পেশ করা হচ্ছে, ততদিন তদন্তে তদারকি করবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতি ৷

প্রসঙ্গত, এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে এই ঘটনার তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে ৷ সেই রিপোর্ট নিয়েই অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলিকে নিয়ে তৈরি বেঞ্চ ৷

আরও পড়ুন :5 Years of demonetisation : প্রথম মমতাই নোটবন্দির কুফল বুঝতে পেরেছিলেন, দাবি ডেরেকের

তারপরই আদালতের তরফে জানানো হয়, চার্জশিট পেশ করা পর্যন্ত তদন্তে তদারকি করবেন হাইকোর্ট থেকে অবসর নেওয়া কোনও বিচারপতি ৷ শীর্ষ আদালত পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশকুমার জৈন অথবা রঞ্জিত সিংয়ের মধ্যে কাউকে এই দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে ৷ আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি ৷

আরও পড়ুন :Padma Awards 2020 : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

লখিমপুর খেরির ওই ঘটনাটি গত 3 অক্টোবর ঘটে ৷ সেদিন চার কৃষক ও চার বিজেপি সমর্থকের সেখানে মৃত্যু হয় ৷ গাড়িতে পিষে তাঁদের মারার অভিযোগ ওঠে ৷ মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র ৷ আশিসকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে আরও 9 জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ ৷

আরও পড়ুন :Lal Krishna Advani: ‘চিরকাল আপনার কাছে ঋণী থাকবে দেশ ’, জন্মদিনে আডবানিকে শুভেচ্ছা মোদি-শাহদের

Last Updated : Nov 8, 2021, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details