নয়াদিল্লি, 16 অগস্ট: আদালতের কাজে লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে বুধবার শীর্ষ আদালত একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে ৷ ওই হ্যান্ডবুকে এমন কিছু শব্দ ও বাক্যাংশ উল্লেখ করা হয়েছে, লিঙ্গ সংবেদনশীলতার পরিপন্থী ৷ তাই সেই শব্দগুলি বিচার প্রক্রিয়া চলাকালীন এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন ওই হ্যান্ডবুক প্রকাশ করেন ৷ এর নাম, ‘হ্যান্ডবুক অন কমবেটিং জেন্ডার স্টিরিওটাইপস’ ৷ তিনি সেখানে এমন কিছু শব্দ উল্লেখ করেন, যা আপত্তিকর ৷ অথচ সেগুলি অতীতের আদালতের রায়ে মহিলাদের জন্য ব্যবহৃত হয়েছে ৷ তিনি জানান, এই শব্দগুলি অনুচিত ও আদালতে মহিলাদের জন্য ব্যবহার করা হয়েছে ৷ সেই কারণেই এই হ্যান্ডবুক ৷ যার মাধ্যমে এই বিষয় নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে ৷