পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC on Combating Gender Stereotypes: বিচার প্রক্রিয়ায় শব্দচয়নে সতর্ক থাকতে হ্যান্ডবুক প্রকাশ সুপ্রিম কোর্টের - ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

Supreme Court on Combating Gender Stereotypes: আদালতের কাজে লিঙ্গ সংবেদনশীলতা হ্যান্ডবুক প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ বুধবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই হ্যান্ডবুক প্রকাশিত করেন ৷

SC on Combating Gender Stereotypes
SC on Combating Gender Stereotypes

By

Published : Aug 16, 2023, 6:05 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: আদালতের কাজে লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে বুধবার শীর্ষ আদালত একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে ৷ ওই হ্যান্ডবুকে এমন কিছু শব্দ ও বাক্যাংশ উল্লেখ করা হয়েছে, লিঙ্গ সংবেদনশীলতার পরিপন্থী ৷ তাই সেই শব্দগুলি বিচার প্রক্রিয়া চলাকালীন এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন ওই হ্যান্ডবুক প্রকাশ করেন ৷ এর নাম, ‘হ্যান্ডবুক অন কমবেটিং জেন্ডার স্টিরিওটাইপস’ ৷ তিনি সেখানে এমন কিছু শব্দ উল্লেখ করেন, যা আপত্তিকর ৷ অথচ সেগুলি অতীতের আদালতের রায়ে মহিলাদের জন্য ব্যবহৃত হয়েছে ৷ তিনি জানান, এই শব্দগুলি অনুচিত ও আদালতে মহিলাদের জন্য ব্যবহার করা হয়েছে ৷ সেই কারণেই এই হ্যান্ডবুক ৷ যার মাধ্যমে এই বিষয় নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে ৷

প্রধান বিচারপতি আরও জানান, হ্যান্ডবুকটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং এই হ্যান্ডবুকটির উদ্দেশ্য সেই রায়গুলির সমালোচনা করা বা তাদের সন্দেহ করা নয় ৷ শুধুমাত্র রায় দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা যাতে এর ব্যবহার না করেন, সেটাই নিশ্চিত করা ৷ তিনি আরও জানান, বিচারপতিদের নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে নিজেদের কাজ করতে হবে ৷ প্রভাবমুক্ত হয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই বিচারপতিরা শপথ নেন ৷

আরও পড়ুন:মথুরায় রেলের উচ্ছেদ অভিযানে 10 দিনের জন্য স্থিতাবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে ঠিক কোন কোন শব্দ নিয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি ৷ তাছাড়া সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড হওয়ার পর এই হ্যান্ডবুক বিচারপতিরা ছাড়া আইনজবীবী বা সাধারণ মানুষ দেখতে পারবেন কি না, সেটাও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details