পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Central Vista: রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি নতুন ভাস্কর্য, 'সিংহ সংশোধনের' মামলা নাকচ সুপ্রিম কোর্টে

সেন্ট্রাল ভিস্তার মাথায় পুজো করে গত 12 জুলাই অশোক স্তম্ভের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তা নিয়ে করা মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ যদিও এদিন আদালত জানিয়ে দিয়েছে, স্থাপিত প্রতীকটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি (Supreme Court rejects plea seeking to correct emblem Central Vista) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 30, 2022, 10:58 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর:সেন্ট্রাল ভিস্তার রাষ্ট্রীয় প্রতীক সংশোধন করার আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছে, নতুন স্থাপিত সিংহর ভাস্কর্যটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক (অনুচিত ব্যবহার নিষিদ্ধ) আইন, 2005 লঙ্ঘন করে না (Supreme Court rejects plea seeking to correct emblem Central Vista) ।

সেন্ট্রাল ভিস্তার মাথায় পুজো করে গত 12 জুলাই অশোক স্তম্ভের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের পর থেকেই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা (Aggressive lions in National Emblem) ৷

সমগ্র বিরোধীতার কারণ ছোট্ট একটি ঘটনা ৷ মোদির উদ্বোধন করা ওই অশোক স্তম্ভে সিংহদের শ্বদন্ত দেখা যাচ্ছে ৷ তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা । তাদের দাবি, 1950 সালে সারনাথের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয় ৷ সেটির সিংহগুলি অনেক সৌম্য, শান্ত ৷ এগুলির (পড়ুন নয়া সংসদ ভবনের ছাদে বসা জাতীয় স্তম্ভ) মতো হিংস্র নয় ৷ আদপে এই সিংহগুলি মোদি সরকারেরই প্রতীক, রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা ৷

আরও পড়ুন:নয়া সংসদ ভবন নির্মাণের খরচ বাড়ল আরও 200 কোটি টাকা !

তা নিয়ে করা মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ মামলাকারীদের দাবি ছিল, নতুন প্রতীকের সিংহগুলি আক্রমণাত্মক ৷ 2005 সালের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন বলছে, দেশের রাষ্ট্রীয় প্রতীককে কোনওভাবে বিকৃত করা যাবে না ৷ একই সঙ্গে জানানো হয়েছিল, এর ভুল ব্যবহার বা অনুচিত ব্যবহার করা যাবে না ৷ রাষ্ট্রীয় প্রতীকের জন্য শৈল্পিক উদ্ভাবনের কোন সুযোগ নেই ৷ যদিও এদিন আদালত জানিয়ে দিয়েছে, স্থাপিত প্রতীকটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি ।

প্রসঙ্গত, 64,500 বর্গমিটার এলাকা জুড়ে সংসদ ভবনটি তৈরি হচ্ছে ৷ নতুন সংসদ ভবনে লোকসভায় 888 জন সদস্যের বসার ব্যবস্থা করা হচ্ছে ৷ আর রাজ্যসভায় থাকবে 384 জনের বসার ব্যবস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details