পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Central Vista: রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি নতুন ভাস্কর্য, 'সিংহ সংশোধনের' মামলা নাকচ সুপ্রিম কোর্টে - সেন্ট্রাল ভিস্তা

সেন্ট্রাল ভিস্তার মাথায় পুজো করে গত 12 জুলাই অশোক স্তম্ভের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । তা নিয়ে করা মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ যদিও এদিন আদালত জানিয়ে দিয়েছে, স্থাপিত প্রতীকটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি (Supreme Court rejects plea seeking to correct emblem Central Vista) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 30, 2022, 10:58 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর:সেন্ট্রাল ভিস্তার রাষ্ট্রীয় প্রতীক সংশোধন করার আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট ৷ দেশের সর্বোচ্চ ন্যায়ালয় জানিয়ে দিয়েছে, নতুন স্থাপিত সিংহর ভাস্কর্যটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক (অনুচিত ব্যবহার নিষিদ্ধ) আইন, 2005 লঙ্ঘন করে না (Supreme Court rejects plea seeking to correct emblem Central Vista) ।

সেন্ট্রাল ভিস্তার মাথায় পুজো করে গত 12 জুলাই অশোক স্তম্ভের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । ব্রোঞ্জের তৈরি এই অশোক স্তম্ভ বসানো ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । উদ্বোধনের পর থেকেই প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা (Aggressive lions in National Emblem) ৷

সমগ্র বিরোধীতার কারণ ছোট্ট একটি ঘটনা ৷ মোদির উদ্বোধন করা ওই অশোক স্তম্ভে সিংহদের শ্বদন্ত দেখা যাচ্ছে ৷ তা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা । তাদের দাবি, 1950 সালে সারনাথের অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয় ৷ সেটির সিংহগুলি অনেক সৌম্য, শান্ত ৷ এগুলির (পড়ুন নয়া সংসদ ভবনের ছাদে বসা জাতীয় স্তম্ভ) মতো হিংস্র নয় ৷ আদপে এই সিংহগুলি মোদি সরকারেরই প্রতীক, রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা ৷

আরও পড়ুন:নয়া সংসদ ভবন নির্মাণের খরচ বাড়ল আরও 200 কোটি টাকা !

তা নিয়ে করা মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ মামলাকারীদের দাবি ছিল, নতুন প্রতীকের সিংহগুলি আক্রমণাত্মক ৷ 2005 সালের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন বলছে, দেশের রাষ্ট্রীয় প্রতীককে কোনওভাবে বিকৃত করা যাবে না ৷ একই সঙ্গে জানানো হয়েছিল, এর ভুল ব্যবহার বা অনুচিত ব্যবহার করা যাবে না ৷ রাষ্ট্রীয় প্রতীকের জন্য শৈল্পিক উদ্ভাবনের কোন সুযোগ নেই ৷ যদিও এদিন আদালত জানিয়ে দিয়েছে, স্থাপিত প্রতীকটি ভারতের রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি ।

প্রসঙ্গত, 64,500 বর্গমিটার এলাকা জুড়ে সংসদ ভবনটি তৈরি হচ্ছে ৷ নতুন সংসদ ভবনে লোকসভায় 888 জন সদস্যের বসার ব্যবস্থা করা হচ্ছে ৷ আর রাজ্যসভায় থাকবে 384 জনের বসার ব্যবস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details