পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Whatsapp Privacy Policy: হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে সিসিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

2021 সালে হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেসি পলিসি (Whatsapp Privacy Policy) নিয়ে তদন্তের নির্দেশ দেয় কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মেটা প্ল্যাটফর্ম আইএনসির করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

supreme court-refuses-to-stay-cci-investigation-into-whatsapp-privacy-policy
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে সিসিআই তদন্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট

By

Published : Oct 14, 2022, 8:13 PM IST

নয়াদিল্লি, 14 অক্টোবর: 2021 সালে হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেসি পলিসি (Whatsapp Privacy Policy) নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্ম আইএনসির (Meta Platforms Inc files the plea) করা আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷

বিচারপতি এমআর শাহ এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ বলেছে যে, সিসিআই একটি স্বাধীন কর্তৃপক্ষ এবং এটি যে প্রসিডিং চালাচ্ছে, তা বন্ধ করা যাবে না ৷ প্রধান জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রকের আদেশ বহাল রেখে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা পিটিশনগুলি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, "আমরা সওয়াল-জবাব শুনেছি । এই আদালতের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই । 2002 সালের প্রতিযোগিতা আইনের কোনও লঙ্ঘন হয়েছে কি না, তা বিবেচনা করার জন্য CCI একটি স্বাধীন কর্তৃপক্ষ ৷ সিসিআই-কে তদন্ত থেকে বিরত করা যাবে না । হাইকোর্টের করা যে কোনও পর্যবেক্ষণকে অস্থায়ী বলে বিবেচনা করা উচিত ৷

আরও পড়ুন:অভিযোগ নয়, ফুল-শুভেচ্ছার বন্যা হোয়াটসঅ্যাপে ! নাজেহাল পুলিশ

প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং মুকুল রোহাতগি যথাক্রমে মেটা এবং ফেসবুকের পক্ষে উপস্থিত হয়ে তদন্ত পিছিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন ৷ গোপনীয়তা নীতির বৈধতা সংক্রান্ত বিষয়টি সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন এবং 2023 সালের জানুয়ারি মাসে তার শুনানি হবে । এএসজি এন ভেঙ্কটারমন সিসিআই-এর পক্ষে সওয়াল করার সময় মেনে নিয়েছেন যে, তাঁরা কেবল "তাঁদের গোপনীয়তা নীতির দ্বারা আধিপত্য" কতটা তা পরীক্ষা করে দেখছেন ।

এর আগে, দিল্লি হাইকোর্ট 28 সেপ্টেম্বর ফেসবুক ইন্ডিয়ার 2021 সালের হোয়াটসঅ্যাপের আপডেট হওয়া গোপনীয়তা নীতিতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) কর্তৃক নির্দেশিত তদন্তকে চ্যালেঞ্জ করে যে আবেদন করেছিল তা খারিজ করে দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details