নয়াদিল্লি, 14 অক্টোবর: 2021 সালে হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেসি পলিসি (Whatsapp Privacy Policy) নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) ৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্ম আইএনসির (Meta Platforms Inc files the plea) করা আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷
বিচারপতি এমআর শাহ এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ বলেছে যে, সিসিআই একটি স্বাধীন কর্তৃপক্ষ এবং এটি যে প্রসিডিং চালাচ্ছে, তা বন্ধ করা যাবে না ৷ প্রধান জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রকের আদেশ বহাল রেখে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা পিটিশনগুলি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, "আমরা সওয়াল-জবাব শুনেছি । এই আদালতের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই । 2002 সালের প্রতিযোগিতা আইনের কোনও লঙ্ঘন হয়েছে কি না, তা বিবেচনা করার জন্য CCI একটি স্বাধীন কর্তৃপক্ষ ৷ সিসিআই-কে তদন্ত থেকে বিরত করা যাবে না । হাইকোর্টের করা যে কোনও পর্যবেক্ষণকে অস্থায়ী বলে বিবেচনা করা উচিত ৷