নয়াদিল্লি, 13 মে :স্থগিত রাখা যাবে না নিট-পিজি 2022-এর পরীক্ষা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ পরীক্ষা পিছিয়ে দেওয়া বা স্থগিত রাখা নিয়ে অমত প্রকাশ করে ৷ বেঞ্চের বক্তব্য, এতে চিকিৎসকের অভাব দেখা দেবে এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল একদল চিকিৎসক ৷ সর্বোচ্চ আদালত তা শুনতে রাজি হয়েছিল (Supreme Court refuses to postpone NEET PG Exam 2022) ৷
বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি কান্তের বেঞ্চ (Justices DY Chandrachud and Justices Surya Kant) জানায়, পরীক্ষা স্থগিত রাখলে 'বিশৃঙ্খল এবং অনিশ্চিত' পরিস্থিতি তৈরি হবে ৷ বিশাল সংখ্যক পড়ুয়ারা এর জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন ৷ "দু'টি শ্রেণির পড়ুয়া আছেন- এক, যাঁরা পরীক্ষা স্থগিত রাখতে চাইছেন ৷ দুই, 2 লক্ষ 6 হাজারেরও বেশি সংখ্যক পরীক্ষার্থী প্রস্তুতি নিয়েছেন ৷ তাঁদের উপর এর প্রভাব পড়বে ৷"